Fire

এক্সাইড মোড়ের বহুতলে ভয়াবহ আগুন, ভেঙে পড়ল একাংশ

দমকল সূত্রে খবর, ওই বহুতলে বেশ কয়েকটি অফিস রয়েছে। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় দ্রুত কাজ চালাতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে দমকলকর্মীদের। তবে আগুন যাতে বহুতলের অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১০:০৮
Share:

দাউ দাউ করে জ্বলছে আগুন। নিজস্ব চিত্র।

দমকলকর্মীদের নিরন্তর চেষ্টায় প্রায় দু’ঘণ্টার পর এক্সাইড মোড়ের বহুতলের আগুন নিয়ন্ত্রণে এল।

Advertisement

শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ শহরের অন্যতম ব্যস্ত মোড়ের ওই বহুতলের চার তলায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সকালে হঠাত্ই ওই বহুতলের চারতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। ওই বহুতলে বেশ কয়েকটি অফিসও রয়েছে। আগুন লাগার আগে কয়েক জন কর্মী অফিসের ভিতরে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তবে তাঁদের নিরাপদে সেখান থেকে নামিয়ে আনা হয়। বহুতলের আশপাশও খালি করে দেওয়া হয়।

Advertisement

আগুন যাতে অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা চালাতে থাকেন দমকলকর্মীরা। পাশের একটি বহুতল থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় আগুনের উত্সস্থলে পৌঁছতে পারছিলেন না দমকলকর্মীরা। আগুনের তীব্রতা বাড়তে থাকায় বহুতলটির একাংশে বড়সড় ফাটল ধরে। প্রবল চাপে একাংশ ভেঙেও পড়ে। দমকল সূত্রে জানানো হয়েছে, কোনও রকম বড় দুর্ঘটনা যাতে না ঘটে তাই আগেভাগেই লোকজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এক দমকল আধিকারিক জানান, ঘটনার সময় বহুতলের অফিসে গুটি কয়েক লোক থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাঁরা বহুতলের ভিতরে ছিলেন তাঁদের প্রত্যেককেই নিরাপদে নীচে নামিয়ে আনা হয়েছে। হতাহতের কোনও খবর নেই।

দমকল সূত্রে আরও জানানো হয়েছে, বহুতলের চারতলায় একটি অফিসেই আগুন লেগেছিল। এসিতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

দিনের ব্যস্ত সময়ে আগুন লাগার ঘটনায় যান চলাচলের উপর প্রভাব পড়ে। চৌরঙ্গি রোডে ব্যাপক যানজট তৈরি হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন