WB Assembly

বিরোধী আক্রমণ, ‘মমতার কথা’ মনে করালেন ফিরহাদ

দল ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মোকাবিলায় ‘সততার প্রতীক’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংববাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৮
Share:

ফিরহাদ হাকিম। ফাইল ছবি

দল ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মোকাবিলায় ‘সততার প্রতীক’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ববি বলেছেন, ‘দলনেত্রীর কথা মাথায় রেখেই বিরোধীদের এই আক্রমণের জবাব দিতে হবে সবাইকে।’

Advertisement

এ দিনই বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হয়েছে। এ বারের অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে সামনে রেখে বিরোধীরা যে সরকারকে আক্রমণ করতে পারে তা ধরে নিয়েই পরিষদীয় দলের বৈঠকে নিজেদের কৌশল ঠিক করেছে তৃণমূল। বৈঠকে ববি বলেন, ‘একজন দুর্নীতি যদি করলে সবাইকে তাঁর সঙ্গে এক বন্ধনীতে আনা ঠিক নয়। যিনি দুর্নীতি করেছেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তাতে দলের ক্ষতি হয়েছে। দলের সবাইকে সততার প্রতীক দলনেত্রীর কথা মনে রেখেই এগিয়ে যেতে হবে।’

এ দিনের বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও বিধায়কদের কর্তব্য সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। বিরোধীদের আক্রমণের জবাবে সরকার পক্ষের বিধায়কেরা যাতে নীরব না থাকেন, সেই পরামর্শও দেওয়া হয়েছে দলের তরফে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়কদের নিয়মিত হাজির থাকতে বলেছেন। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘নিজের কেন্দ্র ছাড়াও বিধায়কদের বিশেষ দায়িত্ব থাকে বিধানসভায়। প্রত্যেককে সেই দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement