Thika Tenancy Act

‘দালালরাজ আটকে দেওয়া হবে’! মুখ্যমন্ত্রীর নির্দেশে ঠিকা জমি নিয়ে নতুন কর্মসূচি মেয়র ফিরহাদের

মেয়র ফিরহাদ শুক্রবার বলেন, ‘‘অনেক ঠিকা প্রজা ঘুরে বেড়াচ্ছেন, তাঁরা ঠিকা জমি থাকা সত্ত্বেও ঠিকার অন্তর্ভুক্ত হতে পারছে না। যাঁরা ঠিকার জন্য আবেদন করবেন, তাঁরা পরিচয়পত্র দেখালে তাঁদের একটি টোকেন দেওয়া হবে। এর মাধ্যমে দালালরাজ আটকানো হবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ২২:০৫
Share:

(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম (ডান দিকে)। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠিকা অন্তর্ভুক্তিকরণ অভিযান শুরু হচ্ছে কলকাতা পুরসভায়। আগামী ২ জুন থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানালেন মেয়র ফিরহাদ (ববি) হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২ জুন থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ৩টে এই কর্মসূচি চালু থাকবে। সমস্ত বরো অফিসের অন্তর্গত কলকাতার ১৪৪টি ওয়ার্ডে এই কর্মসূচি আয়োজন করা হবে।’’

Advertisement

মেয়র ফিরহাদ শুক্রবার বলেন, ‘‘অনেক ঠিকা প্রজা ঘুরে বেড়াচ্ছেন, তাঁরা ঠিকা জমি থাকা সত্ত্বেও ঠিকার অন্তর্ভুক্ত হতে পারছে না। যাঁরা ঠিকার জন্য আবেদন করবেন, তাঁরা পরিচয়পত্র দেখালে তাঁদের একটি টোকেন দেওয়া হবে। এর মাধ্যমে দালালরাজ আটকানো হবে।’’ তিনি জানান, সমস্ত বরো, ওয়ার্ড ও বস্তি এলাকায় ঠিকা অন্তর্ভুক্তিকরণ নিয়ে প্রচার চালানো হবে। শুক্রবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে হাজির মেয়র পারিষদ সদস্য দেবব্রত মজুমদার বলেন, ‘‘কলকাতার কোথাও যদি আবর্জনা পড়ে থাকে, তাহলে ৯০৭৩৩৬৭৮৮৩ নম্বরে ছবি পাঠাতে হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ছবি পাঠানো যাবে। আগামী ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত এই অভিযান চালানো হবে।’’

কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই এই বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র জানান। তিনি বলেন, ‘‘সংশ্লিষ্ট জায়গাগুলি (যেখানে আবর্জনা পড়ে থাকবে) ‘ব্ল্যাক স্পট’ হিসেবে চিহ্নিত হবে। চিহ্নিত নয়, এমন লোকেরা রাস্তায় জঞ্জাল ফেলে চলে যাচ্ছে। আপাতত এই অভিযান শুরু হচ্ছে। পরে সমস্ত দিক খতিয়ে দেখে আগামিদিনেও এই অভিযান চালানো হবে।’’ কলকাতায় বর্ষাকালে জল জমার প্রসঙ্গে ফিরহাদ জানান, নিকাশি বিভাগের মেয়র পারিষদ সদস্য তারক সিংহের নেতৃত্বে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীরা ২০ লক্ষ টন পলি পরিষ্কারের কাজ চালাচ্ছ।

Advertisement

মেয়র শুক্রবার বলেন, ‘‘স্বাভাবিক বৃষ্টি হলে ১ মিনিটের বেশি জল কলকাতায় জমবে না। অস্বাভাবিক বৃষ্টি হলে ৪-৫ ঘণ্টার বেশি কলকাতায় জল জমবে না। আগে খিদিরপুরে জল জমার সমস্যা ছিল, সেখানে চারটে পাম্পিং স্টেশন গড়ে তোলা হয়েছে। হৃষীকেশ পার্কে পাম্পিং স্টেশন হচ্ছে। এত দিন খিদিরপুরে জল জমার যে সমস্যা ছিল, তা আর থাকবে না। সামান্য বৃষ্টিতে বেঙ্গালুরুর মতো হাইটেক শহরে বন্যা হয়ে গিয়েছে। কেইআইপি’কে বলে দিয়েছি, ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। আগামী ১ আগস্ট থেকে আমি পরিদর্শনে বেরোব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement