Suvendu Adhikari

নন্দীগ্রামে মমতাকে হারাতে শুভেন্দুর ‘ভীষ্মের প্রতিজ্ঞা’ নিয়ে কটাক্ষ ববির

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের কর্মীসভায় যোগ দিতে এসে রায়গঞ্জ রবীন্দ্র ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুকে কটাক্ষ করেন ববি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ২২:৫৯
Share:

রায়গঞ্জে ববি হাকিম। নিজস্ব চিত্র।

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হাফ লাখ’ (অর্ধ লক্ষ অর্থাৎ, ৫০,০০০) ভোটের ব্যবধানে হারাতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে সোমবার ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ (ববি) হাকিমের মন্তব্য, ‘‘শুভেন্দু যদি ভীষ্মের প্রতিজ্ঞার মতো প্রতিজ্ঞা করে, তবে তা অত্যন্ত দুখেঃর হবে। এত কম বয়সে ওকে রাজনীতি ছেড়ে দিতে হবে।’’

Advertisement

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের কর্মীসভায় যোগ দিতে এসে রায়গঞ্জ রবীন্দ্র ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই শুভেন্দুকে কটাক্ষ করেন ববি। পাশাপাশি, পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মঙ্গলবার খেজুরিতে বিজেপি-র রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনায় তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করেন।’’

গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এবং তৃণমূল কর্মীর মৃত্যু প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘বিষয়টি কোনও গোষ্ঠী সংঘর্ষ নয়। আমরা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি। রিপোর্ট আসার আগে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না।’’ কেন্দ্রীয় সরকারের নেতাজি জন্ম জয়ন্তী পালন করার বিষয়ে পুরমন্ত্রী বলেন, ‘‘নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণাটাও ওরা করেনি। ওরা যা করছে করুক। আমরা আমাদের নেতাজির জন্ম জয়ন্তী সমারোহের সঙ্গে পালন করবো।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন