ইডি-তে আপাতত যাচ্ছেন না ববিও

সোমবারে ইডি-র কাছে ববি-র এই চিঠি পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত বিধানসভা চলবে। তার প্রশ্নোত্তর পর্বে তাঁকে হাজির থাকতে হবে। তার পরে তিনি হজ করতে যাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ০৩:৫৩
Share:

ববি হাকিম

আজ, বুধবার ইডি দফতরে যাচ্ছেন না রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিমও। রাজ্যের আরও দুই মন্ত্রীর মতো তিনিও কেন্দ্রীয় এই সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, কাজে ব্যস্ত থাকায় তিনি আপাতত যেতে পারছেন না। সোমবারে ইডি-র কাছে ববি-র এই চিঠি পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত বিধানসভা চলবে। তার প্রশ্নোত্তর পর্বে তাঁকে হাজির থাকতে হবে। তার পরে তিনি হজ করতে যাবেন। ফিরবেন সেপ্টেম্বরের মাঝামাঝি। ফলে, দুর্গাপুজোর আগে তাঁর পক্ষে ইডি দফতরে হাজির থাকা সম্ভব নয়।

Advertisement

যদিও মঙ্গলবারেই ইডি-র তরফে নতুন করে আবার সমন পাঠানো হয়েছে ববি-কে। ১৮ অগস্ট তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে হাজির থাকতে বলা হয়েছে। ঘনিষ্ঠ মহলে ববি জানিয়েছেন, ২৬ অগস্ট তিনি হজ করতে যাবেন। তবে, তার আগে ইডি দফতরে তিনি যাবেন কি না, তা নিয়ে এ দিন কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: ঋতব্রতকে অপসারণের প্রস্তাবে ফের বিতণ্ডা দলে

Advertisement

এর আগে রাজ্যের দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীও একই ভাবে চিঠি দিয়ে ইডি-কে জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা আসতে পারবেন না। শোভনকে দু’বার ডাকা হয়েছিল। দু’বারই তিনি আসেননি। আগামী বৃহস্পতিবার ইডি অফিসারদের সামনে আবার হাজিরা দেওয়ার কথা তাঁর। তার পরের দিনই ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আর এক মন্ত্রী, পঞ্চায়েতের দায়িত্বে থাকা সুব্রত মুখোপাধ্যায়কে।

নারদ কাণ্ডে নাম জড়িয়েছে এঁদের সকলেরই। নারদ কাণ্ডের মূল কর্তা ম্যাথু স্যামুয়েল ছদ্মবেশে কলকাতায় এসে দেখা করেন তৃণমূলের বেশ কিছু নেতা-মন্ত্রীর সঙ্গে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নিজেকে বিদেশি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ম্যাথু এ রাজ্যে ব্যবসা করবেন বলে আলোচনা করেন বেশ কিছু মন্ত্রী, সাংসদ, পুলিশ অফিসারের সঙ্গে। সেই সময়ে ১৩ জনকে হাতে হাতে টাকা দেন ম্যাথু এবং গোপনে তার ভিডিও তুলে রাখেন। ২০১৬ সালে সেই ছবি প্রকাশিত হয় এবং তা নিয়ে শুরু হয় হইচই। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায় এবং শেষে হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই এবং ইডি।

এর মধ্যে নারদ কাণ্ডে অভিযুক্ত কয়েক জনকে জেরা করেছে সিবিআই। ইডি-র সামনে হাজির হয়েছেন অভিযুক্ত আইপিএস অফিসার এস এম এইচ মির্জা, কলকাতার ডেপুটি মেয়র তথা বিধায়ক ইকবাল আহমেদ এবং তাঁর দাদা তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। মন্ত্রীদের মধ্যে প্রথমে ডেকে পাঠানো হয়েছিল শোভনকেই। তিনি প্রথম বার জানান, উত্তর ২৪ পরগনার আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে তিনি এখন আসতে পারবেন না। এর পরে ডেকে পাঠালে তিনি জানান, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে প্রবল বৃষ্টি হচ্ছে এবং যে কোনও সময়ে সেই এলাকাগুলি ভেসে যেতে পারে। তাই আসা সম্ভব নয়। এর পরে তাঁকে ১০ অগস্ট হাজির হওয়ার কথা বলা হয়েছে।

শুভেন্দুর হাজিরা দেওয়ার কথা ছিল ৪ অগস্ট। তিনি জানান, আগে থেকে ঠিক করে রাখা কিছু কাজ রয়েছে বলে তিনি আসতে পারবেন না। কবে তিনি আসতে পারবেন, তা তিনি নিজেই পরে ইডি-কে জানাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন