শুরু প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাইস্কুল

ইংরেজিতে পঠনপাঠন হবে। পরিষেবাও উন্নত মানের। কিন্তু খরচ হবে বেসরকারি স্কুলের থেকে অনেক কম। শনিবার বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাই স্কুলের উদ্বোধনের পর এমনটাই জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২০
Share:

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

ইংরেজিতে পঠনপাঠন হবে। পরিষেবাও উন্নত মানের। কিন্তু খরচ হবে বেসরকারি স্কুলের থেকে অনেক কম। শনিবার বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাই স্কুলের উদ্বোধনের পর এমনটাই জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমাদের সরকার মেধাকে টাকার কাছে আত্মসমর্পণ করতে দেবে না। বেশির ভাগ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার খরচ অনেক। তাই সাধারণ পরিবারের মেধাবী পড়ুয়ারা ওই সব স্কুলে পড়তে পারে না। এ বার সরকার পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুলে সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও পড়ার সুযোগ পাবে।’’

Advertisement

শিক্ষা দফতরের খবর, প্রাথমিক স্তরে ১০০টি স্কুলকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা চালু করেছে সরকার। কিন্তু বেহালা সৌরীন্দ্র গর্ভনমেন্ট ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের সুযোগ থাকছে।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে এই ইংরেজি মাধ্যম স্কুলে বার্ষিক বেতন ২৪০ টাকাই থাকছে। কিন্তু পরে মাসিক বেতন কেমন হবে তা ভাবনাচিন্তা করে দেখা হবে। এই স্কুলের পড়াশোনার বিষয়ে ব্রিটিশ কাউন্সিলেরও পরামর্শ নেওয়া হবে।

Advertisement

ইংরেজি শিক্ষায় রাজ্যের ছেলেমেয়েদের পিছিয়ে পড়ার কারণ হিসাবে বাম সরকারের সমালোচনা করে পার্থবাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন সেই ক্ষত মেরামতির কাজ শুরু করেছে। পার্থবাবুর দাবি, ‘‘আমাদের সরকার উচ্চশিক্ষার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। আমরা আসার আগে এই রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ১২টি। এখন রাজ্যে ৪০টি বিশ্ববিদ্যালয় রয়েছে।’’ তাঁর মতে, রাজ্য থেকে গত কুড়ি বছরে আইএস, আইপিএস অফিসার কার্যত তৈরি হয়নি। সাধারণ পরিবারের সন্তানদের জন্য রাজ্য সরকার থেকে রাজারহাটে আইএএস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করবে।

এ দিন উদ্বোধন হওয়া ওই স্কুল ঘুরে দেখা যায়, ঝকঝকে ক্লাসরুম ও আধুনিক নানা পরিষেবা রয়েছে। সর্বশিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কার্তিক মান্না জানান, ইতিমধ্যে ১৬০ জন এই স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। পোশাক, ব্যাগ, জুতোও দেওয়া গিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির পঠনপাঠন শুরু হবে। আগামী বছর থেকে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হবে। কার্তিকবাবু বলেন, ‘‘এই স্কুলে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। ইতিমধ্যেই পিএসসি-র কাছে ৩২ জন শিক্ষক চেয়ে পাঠিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement