রাজ্যের মাছ যাবে বিদেশে

নিজের রাজ্যে টাটকা মাছ বিক্রি তো চলছেই। এ বার নিজস্ব জলাধারের টাটকা মাছ বিদেশে রফতানি করে আয় বা়ড়াতে চায় রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।

Advertisement

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:১৭
Share:

নিজের রাজ্যে টাটকা মাছ বিক্রি তো চলছেই। এ বার নিজস্ব জলাধারের টাটকা মাছ বিদেশে রফতানি করে আয় বা়ড়াতে চায় রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। দুবাই, জাপান থেকে সব মিলিয়ে প্রায় ৯০০ কোটি টাকার অর্ডার এসেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের কাছে। রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘গত তিন বছরে মাছ চাষে নিগম রেকর্ড আয় করেছে। জাপান ও দুবাই পশ্চিমবঙ্গ থেকে মাছ কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বিদেশে মাছ রফতানি করার জন্য নলবন ও দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ডে দুটি আধুনিক মানের প্রসেসিং ইউনিট গড়া হবে। প্রতি ইউনিটের জন্য খরচ হবে প্রায় তিন কোটি টাকা।’’

Advertisement

মৎস্য দফতর সূত্রে খবর, গত বছরের নভেম্বরে নলবনে মৎস্য মেলায় জাপান ও দুবাই থেকে এসেছিলেন ওই দুই দেশের মৎস্য দফতরের প্রতিনিধিরা। দুবাইয়ের একটি সংস্থা রাজ্য থেকে ভেনামি চিংড়ি নিতে আগ্রহ প্রকাশ করেছে। জাপানের একটি সংস্থা ইন্ডিয়ান বাসা (পাঙাস) মাছ নিতে চায়। নিগমের এমডি সৌম্যজিৎ দাস বলেন, ‘‘দুবাইয়ের সংস্থা প্রায় ৫০০ কোটি ও জাপানের সংস্থা প্রায় ৪০০ কোটি টাকার মাছ নিতে চায়। এই মাছ বিদেশে পাঠাতে নিগম নিজেদের উদ্যোগে প্রসেসিং ইউনিট গড়বে। এর জন্য. জমিও চিহ্নিত করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন