Police Investigation

ঋণ দেওয়ার নামে ‘প্রতারণা’, গ্রেফতার পাঁচ

ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বলপূর্বক আটকে রাখা, পরিচয় ভাঁড়িয়ে প্রতারণা, ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৭:৩১
Share:

ধৃতদের নাম মহম্মদ মতিউর রহমান, নয়ন দেবনাথ, শেখ মনিরুদ্দিন আহমেদ, প্রবীণ মল এবং নবীন মল। —প্রতীকী চিত্র।

ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগের তদন্তে নেমে বড়সড় একটি চক্রের হদিস পেল নারায়ণপুর থানার পুলিশ। মঙ্গলবার পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ মতিউর রহমান, নয়ন দেবনাথ, শেখ মনিরুদ্দিন আহমেদ, প্রবীণ মল এবং নবীন মল। তাদের বুধবার আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বলপূর্বক আটকে রাখা, পরিচয় ভাঁড়িয়ে প্রতারণা, ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, বালির এক বাসিন্দা সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করেন যে, এক ব্যক্তির মধ্যস্থতায় ঋণ নেওয়ার জন্য অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয়। আট লক্ষ টাকার ঋণ দিতে প্রসেসিং ফি-সহ নানা অজুহাতে ২ লক্ষ টাকা আদায় করা হয়। তাতে সন্দেহ হয় অভিযোগকারীর। অভিযোগ, তিনি সন্দেহ করছেন, তা টের পেয়ে অভিযুক্তেরা তাঁকে একটি ঘরে আটকে রেখে সাদা পাতায় কার্যত মুচলেকা লেখায়। এমনকি, অসংখ্য বার তাঁকে হুমকি দেওয়া হয়।

তদন্তে নেমে পুলিশ জানাতে পারে, বেড়াবেড়ি এলাকায় পোশাক কারখানার আড়ালে প্রতারণা চক্রের কাজ চলছিল। সেখান থেকে বাজেয়াপ্ত নথি দেখে পুলিশের অনুমান, শুধু এ রাজ্যেই নয়, ভিন্‌ রাজ্যের বাসিন্দাদেরও প্রতারিত করার ঘটনা ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন