Road Accident in East Medinipur

ট্রাকের ধাক্কা, সংঘর্ষ আর এক ট্রাকের সঙ্গে! পূর্ব মেদিনীপুরে দুমড়েমুচড়ে গেল অটো, মৃত্যু পাঁচ জনের, আহত চার

ভোরের দিকে অটোটি যখন মারিশদা থানা এলাকায় বাম্পার পেরোচ্ছিল, সেই সময় একটি ট্রাক প্রচণ্ড গতিতে অটোর পিছনে ধাক্কা মারে। তার পরেই অটোটি উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১১:৫৩
Share:

পূর্ব মেদিনীপুরে পথদুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু। —প্রতীকী চিত্র।

পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় আহত হয়েছেন চার জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দিল্লি থেকে ট্রেনে করে এসে কয়েক জন যাত্রী তমলুক রেলস্টেশনে নামেন। তাঁদের জন্য কাঁথির চালতি এলাকার একটি অটো আগে থেকেই স্টেশনে অপেক্ষা করছিল। যাত্রীরা নেমে ওই অটোয় চেপে কাঁথির চালতি এলাকায় ফিরছিলেন। ভোরের দিকে অটোটি যখন মারিশদা থানার ইরিঞ্চি ব্রিজের কাছে পৌঁছে একাধিক বাম্পার পেরোচ্ছিল, সেই সময় একটি ট্রাক প্রচণ্ড গতিতে অটোর পিছনে ধাক্কা মারে। সেই ধাক্কা সামলাতে না-পেরে অটোটি উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে দুমড়েমুচড়ে যায় অটোটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক এবং অটোয় থাকা চার যাত্রীর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মারিশদা থানার পুলিশ। যাত্রীদের উদ্ধার করে প্রথমে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। চার জনের চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন কাঁথির রঘুরামপুরের অটোচালক শেখ জাহাঙ্গির আলি (৩২)। বাকি চার জন কাঁথির চালতি গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন শেখ মতি (৪৬), তাঁর মেয়ে মুনমুন খাতুন (১৯), ফাসানা বিবি (২৯) এবং হুমেরা বিবি (৩৫)। বৃহস্পতিবার পাঁচ জনের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে দিল্লিতে থাকতেন শেখ মতি এবং তাঁর পরিবারের অন্য সদস্যেরা। তাঁরা বাড়ি ফিরছিলেন। কাঁথি থেকে অটো ভাড়া করে হুমেরা বিবি-সহ পরিবারের দু’জন সদস্য মতিদের আনতে অটোয় তমলুক স্টেশনের উদ্দেশে রওনা দেন। কাঁথি ফেরার পথে অটোয় ছিলেন চালক-সহ মোট ১২ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement