Jyotipriyo Mullick

রাজ্যপালের ইস্তফা চাইলেন খাদ্যমন্ত্রী

রেশনের চাল ও ডাল নিয়ে রাজ্যপাল ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, এই অভিযোগে তাঁর পদত্যাগ চেয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৫:৪১
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়ের পদত্যাগ দাবি করলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।—ফাইল চিত্র।

এ বার সরাসরি রাজ্যপাল জগদীপ ধনখড়ের পদত্যাগ দাবি করলেন রাজ্যের এক মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের সঙ্গে ধারাবাহিক সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। বাক্-যুদ্ধ, পত্র-যুদ্ধ কোনও কিছুতেই সংঘাত স্তিমিত হওয়ার লক্ষণ দেখা যায়নি। কিন্তু রাজ্য মন্ত্রিসভার কোনও সদস্যের তরফে রাজ্যপালের পদত্যাগ দাবি এই প্রথম।

Advertisement

রেশনের চাল ও ডাল নিয়ে রাজ্যপাল ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, এই অভিযোগে তাঁর পদত্যাগ চেয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। টুইট করে শনিবার রাজ্যপাল দাবি করেছিলেন, বিনামূল্যে ৪ লক্ষ ৭৮ হাজার মেট্রিক টন চাল ছাড়াও কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ১২ হাজার ৮০০ মেট্রিক টন ডাল পাঠিয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ ১০ হাজার ৮০০ মেট্রিক টন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। তারই জবাবে রবিবার খাদ্যমন্ত্রী পাল্টা টুইট করে বলেছেন, ‘‘ডাল রাজ্যের কাছে আসেনি। নাফেড বলে একটি সমবায়ের কাছে পড়ে আছে ১০ হাজার ৮৭৪ মেট্রিক টন ডাল। অতিরিক্ত চাল তোলা হয়েছে ৪ লক্ষ ৯৯ হাজার ৭৫৮ মেট্রিক টন। তথ্যবিহীন রাজ্যপালের অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত!’’ কেন্দ্র ঘোষণা করলেও ডাল রাজ্যের ঘরে পৌঁছচ্ছে না, এই অভিযোগে আগেই সরব ছিল খাদ্য দফতর। রাজ্যপাল যদিও দাবি করেছেন, ‘‘বাকি মুগ ডালের সরবরাহ আগামী সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষে সম্পূর্ণ হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন