Abhijit Mukerjee

প্রণব-পুত্র অভিজিৎ বুধে ফের পা রাখছেন কংগ্রেসে, বার্তা এল বিধান ভবনে, রাজনীতিতে সক্রিয় হবেন?

২০২১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব-পুত্র। তবে তৃণমূলে থাকার সময়ে কখনওই তাঁকে খুব সক্রিয় দেখা যায়নি। বরং রাজনীতিতে নিষ্প্রভই ছিলেন অভিজিৎ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬
Share:

অভিজিৎ মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

কংগ্রেসে ফিরতে চলেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কংগ্রেস সূত্রে খবর, বুধবারই পুরনো দলে ফিরতে চলেছেন তিনি। সর্বভারতীয় কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে বিধান ভবনে পুরনো দলে যোগ দেবেন তিনি। যদিও অভিজিৎ তাঁর ‘কংগ্রেসওয়াপসি’ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে দিল্লি কংগ্রেস ইতিমধ্যেই অভিজিতের যোগদানের বার্তা প্রদেশ কংগ্রেস দফতরে পাঠিয়ে দিয়েছে বলে খবর।

Advertisement

২০১২ সালে প্রণবের ছেড়ে যাওয়া জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতেছিলেন অভিজিৎ। তার পর ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে সাংসদ হন তিনি। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের খলিলুর রহমানের কাছে হেরে যান তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব-পুত্র। তবে তৃণমূলে থাকার সময়ে কখনওই তাঁকে খুব সক্রিয় দেখা যায়নি। বরং রাজনীতিতে নিষ্প্রভই ছিলেন অভিজিৎ।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসেও একবার রটে গিয়েছিল প্রণব-পুত্র কংগ্রেসে ফিরতে চলেছেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শেষ মুহূর্তে বড় কোনও মত বদল না হলে সেই তিনি এ বার কংগ্রেসে ফিরতে চলেছেন বুধবার। তবে প্রশ্ন থাকছেই, অভিজিৎ কি কংগ্রেসে ফিরে সক্রিয় হবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement