SSC recruitment case

বাতিল প্যানেলে এসএসসি কর্তার স্ত্রীর চাকরি! জড়িত কল্যাণময়ও? জেল হেফাজতের নির্দেশ

আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত ধৃত কল্যাণময়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২০:২৩
Share:

কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।

বাতিল প্যানেলে এসএসসি কর্তার স্ত্রীর চাকরি পাওয়ার মামলায় এ বার এসএসসির প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বাঁকুড়া জেলা আদালতে পেশ করল সিআইডি। প্রভাব খাটিয়ে বাতিল হয়ে যাওয়া প্যানেলে স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চল জোনের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন তাঁর স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দেন বলে অভিযোগ ওঠে। সেই মামলায় কল্যাণময়কে শোন অ্যারেস্ট দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করানো হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত ধৃত কল্যাণময়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement

স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম ও উত্তরাঞ্চল জোনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন ২০১৮ সালে প্রভাব খাটিয়ে বাতিল প্যানেলে স্ত্রী জেসমিনকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তদন্তে নেমে গত ২১ ফেব্রুয়ারি সিআইডি গ্রেফতার করে শেখ সিরাজুদ্দিনের স্ত্রী তথা বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাই স্কুলের শিক্ষিকা জেসমিনকে। পরে ওই মামলায় বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় প্রাক্তন শিক্ষাকর্তা অলোককুমার সরকার ও শান্তিপ্রসাদ সিংহকে। দীর্ঘ সময় পর গত ২২ মার্চ সিআইডি গ্রেফতার করে এই দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত শেখ সিরাজুদ্দিনকে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নাম উঠে আসে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি কল্যাণময়ের নাম উঠে আসে।

বাঁকুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী রথীনকুমার দে বলেন, ‘‘শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুন যখন চাকরি পেয়েছিলেন, সেই সময় কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের সভাপতি ছিলেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেসমিন খাতুনের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন এবং তিনি নিয়োগপত্র হাতে হাতে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মূলত যে তথ্যপ্রমাণ সংগ্রহ করার, তা ইতিমধ্যেই করে ফেলেছে সিআইডি। তাই তাঁকে আর আলাদা করে সিআইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement