Forward Bloc

Forward bloc: কেন্দ্রকে ‘চরমপত্র’

বিলগ্নিকরণের নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার ফেয়ারলি প্লেসে অবস্থান-বিক্ষোভ ছিল তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ০৬:১৬
Share:

প্রতীকী ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ডাক দিল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মানিটাইজ়েশন পাইপলাইন (এনএমপি) প্রকল্প-সহ বিলগ্নিকরণের নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার ফেয়ারলি প্লেসে অবস্থান-বিক্ষোভ ছিল তাদের। সেই মঞ্চ থেকেই ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় আহ্বান জানিয়েছেন, ‘‘কর্পোরেটের তল্পিবাহক মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে চরমপত্র দিয়ে আসুন সকলে মিলে সংগ্রামে অবতীর্ণ হই। দেশ রক্ষার এই লড়াইয়ে জিততে হবে!’’ নরেনবাবুদের অভিযোগ, রাষ্ট্রীয় সংস্থাগুলির বিলগ্নি বা বেসরকারিকরণের ফলে বেকারত্ব বাড়বে, শ্রমিক-কর্মচারীরা কর্মচ্যুত হয়ে আর্থিক সঙ্কটে পড়বেন এবং তার ফলে বাজারে মন্দা দেখা দেবে। অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগবে দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement