গুরুতর অসুস্থ অশোক ঘোষ

শ্বাসনালীর সংক্রমণে গুরুতর অসুস্থ ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা অশোক ঘোষ। ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪২
Share:

অশোক ঘোষকে দেখে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: শৌভিক দে

শ্বাসনালীর সংক্রমণে গুরুতর অসুস্থ ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা অশোক ঘোষ। ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি করা হয়েছে তাঁকে। সংক্রমণের পাশাপাশি সেই সময়ে তাঁর রক্তচাপ অত্যন্ত কম ছিল। চিকিৎসকেরা পরীক্ষা করার পরে দুপুরে তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় গড়া হয়েছে পাঁচ জন চিকিৎসকের মেডিক্যাল বোর্ডও। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট (ক্লিনিক্যাল) পার্থ ভট্টাচার্য জানিয়েছেন, সব রকম চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার।

Advertisement

গত সপ্তাহেই নেতাজি সুভাষচন্দ্র বসুর এ বারের জন্মদিনে ফ ব-র কেন্দ্রীয় কমিটির নতুন দফতর উদ্বোধনের জন্য দিল্লি গিয়েছিলেন ৯৪ বছরের অশোকবাবু। দীর্ঘ দিন বাদে সেটাই ছিল তাঁর দিল্লি যাত্রা। দিল্লি থেকে ফেরার পর থেকেই শরীর ভাল যাচ্ছিল না। জ্বর এবং পেটের সমস্যা ভোগাচ্ছে দেখে সোমবার বিকাল থেকে উদ্বিগ্ন হয়ে পড়েন ফ ব-র রাজ্য দফতর হেমন্ত বসু ভবনের কর্মীরা। শেষ পর্যন্ত এ দিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফ ব সূত্রের বক্তব্য, প্রাথমিক রক্ত পরীক্ষাতেই সংক্রমণের মাত্রা ছিল অত্যন্ত উদ্বেগজনক। নিউমোনিয়া থেকে অশোকবাবুর বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। চেষ্টা চলছে নানা ডোজের অ্যান্টি-বায়োটিক প্রয়োগ করে সংক্রমণ সামাল দেওয়ার। একে বয়স, তার উপরে ব্লা়ড সুগার এবং হাইপারটেনশনের সমস্যা রয়েছে অশোকবাবুর। সেই সঙ্গে যোগ হয়েছে কি়ডনির জটিলতাও।

প্রবীণতম বাম নেতার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে গিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সন্ধ্যায় অশোকবাবুকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অশোকবাবুকে দেখার পরে মমতা তাঁর আরোগ্য কামনা করে বলেন, ‘‘চাই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’’ পরে রাতে আবার হাসপাতালে যান বিমানবাবু। হাসপাতালের সিইও রূপালি বসুর কথায়, ‘‘অশোকবাবু ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসায় উনি সাড়া দিচ্ছেন। তবে সঙ্কট কাটেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement