Bangladeshi arrested

ভারতে ‘অনুপ্রবেশ’! নদিয়ায় গ্রেফতার আরও চার বাংলাদেশি, ধৃত তিন ভারতীয় ‘দালাল’ও

অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফের নদিয়ায় গ্রেফতার চার বাংলাদেশি নাগরিক। ‘অনুপ্রবেশকারী’দের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করায় তিন দালালকেও গ্রেফতার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁরা ভারতেরই বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫
Share:

—প্রতীকী চিত্র।

অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফের নদিয়ায় গ্রেফতার চার বাংলাদেশি নাগরিক। ‘অনুপ্রবেশকারী’দের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করায় তিন দালালকেও গ্রেফতার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁরা ভারতেরই বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ধানতলা থানার কানিবাবনি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন কয়েক জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ছিলেন এক মহিলা ও তিন জন পুরুষ। সঙ্গে ছিলেন তিন দালাল। সূত্র মারফত সেই খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনও বৈধ ভিসা-পাসপোর্ট না থাকায় পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

শুক্রবারও চার জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে। পুলিশ সূত্রে খবর, তাঁরা দু’দিন কৃষ্ণগঞ্জে এক জনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের কাছে বৈধ ভিসা এবং পাসপোর্ট ছিল না। এ নিয়ে নদিয়ায় এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। তাঁদের মধ্যে আট বাংলাদেশি। তিন জন ভারতীয় দালাল।

Advertisement

অন্য দিকে, মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকেও এক জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সইদুল শেখ। তাঁর সঙ্গে সঙ্গে দুই ভারতীয়কেও পাকড়াও করা হয়েছে। তাঁরা বৈষ্ণবনগর এবং রানিনগরের বাসিন্দা। দু’জন দালালের কাজ করতেন বলে পুলিশ সূত্রের খবর। জানা গিয়েছে, বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা সইদুল দুই দালালের সাহায্যে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। মাসখানেক আগেই মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকে ৪০ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা সকলেই দক্ষিণ ভারতে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে খবর, গত এক মাসের মধ্যে এমন ৭০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement