নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার চার

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এক লজ মালিক-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাখিরালায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবলু নস্কর, পুষ্পেন্দু হালদার, বিদেশ মণ্ডল ও সিদ্ধার্থ মণ্ডল। সিদ্ধার্থ ওই লজের মালিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০৩:২১
Share:

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এক লজ মালিক-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাখিরালায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবলু নস্কর, পুষ্পেন্দু হালদার, বিদেশ মণ্ডল ও সিদ্ধার্থ মণ্ডল। সিদ্ধার্থ ওই লজের মালিক।

Advertisement

পুলিশ জানায়, গত শনিবার সোনারপুরের বাড়ি থেকে গোসাবায় মাসির বাড়ি যাবে বলে বেরিয়েছিল বছর সতেরোর মেয়েটি। কিন্তু সে মাসির বাড়ি যায়নি। মঙ্গলবার দুপুরে পাখিরালা এলাকার বাসিন্দারা ওই নাবালিকাকে একটি লজের বাইরে কাঁদতে দেখেন। তাঁরা মেয়েটিকে থানায় আনেন। সেখানে এসে ওই নাবালিকা পুলিশকে জানায়, বাবলু তার পূর্ব পরিচিত। সে-ই তাকে গোসাবায় ডেকেছিল। সেখানে আসার পরে বাবলু তাকে একটি লজে নিয়ে গিয়ে তোলে। আরও কয়েক জন বন্ধুকে ডেকে এনে সেখানেই তাকে গণধর্ষণ করা হয়। এই মর্মে পুলিশের কাছে লিখিত অভিযোগও করে ওই কিশোরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement