দরকারে জেল খাটব: ভারতী

কার ফ্ল্যাটে ২ কোটি ৪০ লক্ষ! দাবি ঘিরে ধন্দ

সিআইডি সূত্রের দাবি, এ দিন দুপুরে এক স্পেশাল সুপারের নেতৃত্বে দশ জনের একটি দল মাদুরদহের ফ্ল্যাটে তল্লাশি চালায়। কলকাতায় আরও দু’টি বাড়িতেও তল্লাশি চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০০
Share:

ফ্ল্যাট থেকে উদ্ধার দু’কোটি চল্লিশ লক্ষ। নিজস্ব চিত্র

মাদুরদহের একটি আবাসনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মঙ্গলবার নগদ ২ কোটি ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিআইডি। মঙ্গলবার তারা নিজেরাই এ খবর জানায়। কিন্তু কার ফ্ল্যাট থেকে ওই টাকা উদ্ধার হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

Advertisement

এ দিন সিআইডি-র ডিআইজি (অপারেশনস) নিশাত পারভেজ শুধু বলেন, ‘‘মাদুরদহের ওই আবাসনের কেয়ারটেকার রাজমঙ্গল সিংহকে রবিবার রাতে গ্রেফতার করে জেরা করা হয়। তার কাছ থেকে তিনটি ফ্ল্যাটের হদিস মেলে। সেগুলিতে এ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে একটি ফ্ল্যাট থেকে নগদ ২ কোটি ৪০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।’’ ফ্ল্যাটটি কার, স্পষ্ট করে কিছু বলেননি নিশাত। ওই আবাসনেই তাঁর এবং তাঁর স্বামীর একাধিক ফ্ল্যাট রয়েছে এবং সেখানে সিআইডি ঘাঁটি গেড়ে তল্লাশি চালাচ্ছে বলে গত চার দিন ধরে দাবি করছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

সিআইডি সূত্রের দাবি, এ দিন দুপুরে এক স্পেশাল সুপারের নেতৃত্বে দশ জনের একটি দল মাদুরদহের ফ্ল্যাটে তল্লাশি চালায়। কলকাতায় আরও দু’টি বাড়িতেও তল্লাশি চলছে। মাদুরদহের ফ্ল্যাটের চাবির হদিস দেয় রাজমঙ্গল। ফ্ল্যাটের আলমারি ভাঙতে হয়েছে। সেখানেই ওই পরিমাণ টাকা ছিল বলে নিশাত জানান। এই পরিস্থিতিতে ভারতীর দাবি, সিআইডি কার ফ্ল্যাট থেকে ওই টাকা উদ্ধার করেছে, তা স্পষ্ট ভাবে জানাক।

Advertisement

আরও পড়ুন: ভোলবদল ৮ মাসেই, দার্জিলিঙে ফের স্বাগত মমতা

ভারতী বলেন, ‘‘গত চার দিন ধরে বলছি, সিআইডি আমার ফ্ল্যাটে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। ওরা কেন বলছে না, কার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে? রাজ্য সরকার আমার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে।’’ সেই সঙ্গেই তিনি বলেন, ‘‘দরকারে জেল খাটব। কিন্তু কারও পায়ে পড়ব না।’’ ভারতীর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান, মাদুরদহের ওই আবাসনে ভারতী ও তাঁর স্বামী এমএভি রাজু দু’জনেরই ফ্ল্যাট রয়েছে। সিআইডি তল্লাশির নামে যা করছে, তা পূর্ব পরিকল্পিত।

নাকতলার ফ্ল্যাটেও কাউকে কিছু না জানিয়ে সিআইডি তল্লাশি করেছে বলে নেতাজিনগর থানায় সোমবারই অভিযোগ জানিয়েছিলেন ভারতীর স্বামী। এ দিন মাদুরদহ এলাকায় তাঁদের পাঁচটি ফ্ল্যাটে বেআইনি তল্লাশি চালানোর অভিযোগ আনন্দপুর থানায় দায়ের করেন তিনি। সেখানে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ-সহ সিআইডির পদস্থ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সোনারপুর থানায় একই অভিযোগ দায়ের করে এসেছেন ভারতীর দেহরক্ষী সুজিত মণ্ডলের বাবা নিতাই মণ্ডল। তাঁর অভিযোগ, গত শুক্রবার সিআইডি-র এক দল অফিসার তাঁর বাড়িতে চড়াও হয়ে নগদ টাকা, গয়না ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গিয়েছেন।

নিশাত যদিও এ দিন সামগ্রিক ভাবে দাবি করেন, যা কিছু তল্লাশি হচ্ছে, আদালতের পরোয়ানা নিয়েই হচ্ছে। রবিবার রাতেই নাকতলা ও মাদুরদহে গিয়ে বাসিন্দাদের নথিপত্র নিয়ে ভবানী ভবনে দেখা করতে বলে নোটিস সাঁটিয়ে এসেছিল সিআইডি। তার ভিত্তিতে এ দিন ভবানী ভবনে কয়েক জন হাজিরও হন। সিআইডি তাঁদের পরিচয় জানায়নি। ভারতীর স্বামী এম এ ভি রাজুকে এ দিন আলাদা করে নোটিস পাঠিয়ে ভবানী ভবনে দেখা করতে বলা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। অসুস্থ থাকায় রাজু নির্ধারিত দিনে যেতে পারবেন না বলে সিআইডিকে এক চিঠিতে জানিয়ে সময় চেয়েছেন তাঁর আইনজীবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন