চা শ্রমিক থেকে মৎস্যজীবী অমিতের তালিকায় সবাই

দলীয় নেতৃত্বের ধারণা, পঞ্চায়েত ভোটের আগে শাহ এসে সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখলে তাঁকে সন্তুষ্ট করার জন্য কর্মীদের আগে থেকেই কাজে ঝাঁপাতে হবে। তাতে আখেরে লাভ হবে পঞ্চায়েত ভোটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৪:০৬
Share:

পঞ্চায়েত ভোটের আগে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে রাজ্যে এনে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে রাজ্য বিজেপি। দলীয় নেতৃত্বের ধারণা, পঞ্চায়েত ভোটের আগে শাহ এসে সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখলে তাঁকে সন্তুষ্ট করার জন্য কর্মীদের আগে থেকেই কাজে ঝাঁপাতে হবে। তাতে আখেরে লাভ হবে পঞ্চায়েত ভোটে।

Advertisement

আগামী ৮, ৯ এবং ১৯, ২০ এপ্রিল দু’দফায় বঙ্গে আসার কথা শাহের। রাজ্য বিজেপি-র কোর কমিটির বৈঠকে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, শাহ ৮ এপ্রিল শিলিগুড়ি ও জলপাইগুড়িতে বুথকর্মী সম্মেলন করবেন এবং চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। পরের দিন বর্ধমানে কৃষকদের সঙ্গে কথা বলে কলকাতায় এসে ছাত্র-যুবদের সম্মেলনে অংশ নেওয়ার কথা তাঁর। পরের দফায় ১৯ এপ্রিল দলের দক্ষিণবঙ্গের চারটি জোনের নেতৃত্ব এবং শক্তি কেন্দ্র প্রমুখদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। তৃণমূলের হাতে আক্রান্ত মহিলা কর্মীদের কয়েক জনের সঙ্গেও ওই দিন তাঁর বৈঠক হতে পারে। ২০ এপ্রিল শাহ পশ্চিমবঙ্গের আর্থিক দৈন্য, শিল্পের অভাব এবং কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের বেতন কাঠামোর বিপুল ফারাক নিয়ে একটি আলোচনাসভায় অংশ নিতে পারেন। ওই দিন হতে পারে সাংবাদিক সম্মেলনও।

পাশাপাশি, চার দিনের সফরের মধ্যে এক দিন মৎস্যজীবীদের সঙ্গেও বৈঠক করতে পারেন শাহ। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি চা-শ্রমিক, কৃষক এবং মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক করার কথা ভাবছেন কেন? দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জবাব, ‘‘সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে উনি বসতে চেয়েছেন।’’ তবে দলীয় সূত্রের ব্যাখ্যা, চা-শ্রমিক, কৃষক এবং মৎস্যজীবীদের বড় অংশই পঞ্চায়েতের ভোটার। তাই তাঁদের সঙ্গে শাহকে বসিয়ে ভোটে প্রভাব ফেলতে চাইছেন রাজ্য নেতৃত্ব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন