Ganga Sagar Mela 2023

পাকা বাড়ি চেয়ে ‘পুণ্যস্নান’ সাগরে

বর্ধমানের কালনার বাসিন্দা ভারতী মণ্ডলের নাম অবশ্য নেই তালিকায়। মন খারাপ। তবে এ দিন সাগরে ‘পুণ্যস্নান’ সেরেছেন তিনিও। জানালেন, পরের বার যেন একটা ঘর জোটে, সেই প্রার্থনা করেছেন।

Advertisement

প্রসেনজিৎ সাহা

গঙ্গাসাগর শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ০৬:৫১
Share:

ঘর চেয়ে সাগরে পুজো দিতে এ দিন দেখা গেল অনেককেই। প্রতীকী ছবি।

অনেক হাঁটাহাঁটির পরে নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হরিশপুরের বাসিন্দা কালীপদ মণ্ডল এখন চাইছেন, ভালয় ভালয় ঘর তৈরি হয়ে যাক। সেই আশাতেই রবিবার সাগরে ‘পুণ্যস্নান’ সেরে সস্ত্রীক পুজো দিয়েছেন কালীপদ।

Advertisement

চাষবাস করেন তিনি। কোনও মতে সংসার চলে। নিজের খরচে পাকা বাড়ি তৈরির কথা ভাবতেই পারেন না। ভাঙাচোরা ঘরে কোনও রকমে মাথা গুঁজে দিন কাটে। সরকারি পাকা বাড়ির জন্য বহু বছর ধরে আবেদন করেছেন বলে জানালেন কালীপদ। এ বার তালিকায় নাম উঠেছে। আর যাতে কোনও বাধা না আসে, সেই প্রার্থনা জানাতেই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানে এসেছেন বলে জানালেন।

শুধু কালীপদই নন, ঘর চেয়ে সাগরে পুজো দিতে এ দিন দেখা গেল অনেককেই। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা নিশিকান্ত মণ্ডল, নদিয়ার বাসিন্দা সুমতি দাসেদের নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। সাগরে এসে পুজো-পাঠ করে গেলেন তাঁরা।

Advertisement

বর্ধমানের কালনার বাসিন্দা ভারতী মণ্ডলের নাম অবশ্য নেই তালিকায়। মন খারাপ। তবে এ দিন সাগরে ‘পুণ্যস্নান’ সেরেছেন তিনিও। জানালেন, পরের বার যেন একটা ঘর জোটে, সেই প্রার্থনা করেছেন।

ভারতীর কথায়, ‘‘স্বামী মারা গিয়েছেন। এক ছেলে। কিন্তু সে আমায় দেখে না। কোনও মতে প্লাস্টিকের ছাউনির তলায় রাত কাটাই। গঙ্গায় ডুব দিয়ে প্রার্থনা করলাম, সরকারি আবাস যোজনায় একটা ঘর যেন পাই!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন