প্ররোচনা রুখব, হুঁশিয়ারি মমতার

সোমবার বারাণসীতে মোদী যা বলেছেন, তার জবাবে মমতা বলেন, ‘‘গুজরাত, উত্তরপ্রদেশ সন্ত্রাসের কারখানা। মোদীর জানা উচিত, এ রাজ্যে বিজেপিই সন্ত্রাস চালাচ্ছে। যে গোলমাল এখানে হচ্ছে, সবটাই রাজনৈতিক দাঙ্গা। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ০২:১৯
Share:

—ফাইল চিত্র।

‘‘বাংলাকে গুজরাত করতে দেব না’’— সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়া।

Advertisement

সোমবার বারাণসীতে মোদী যা বলেছেন, তার জবাবে মমতা বলেন, ‘‘গুজরাত, উত্তরপ্রদেশ সন্ত্রাসের কারখানা। মোদীর জানা উচিত, এ রাজ্যে বিজেপিই সন্ত্রাস চালাচ্ছে। যে গোলমাল এখানে হচ্ছে, সবটাই রাজনৈতিক দাঙ্গা। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি।’’

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘ভোটের প্রচার থেকেই প্রধানমন্ত্রী ভুল তথ্যের উপর দাঁড়িয়ে ক্রমাগত মিথ্যে বলে চলেছেন। এখনও যা বললেন, তা নির্জলা মিথ্যা ছাড়া আর কিছু নয়।’’ মমতার দাবি, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, সেখানে গুজরাতের স্থান ১১, পশ্চিমবঙ্গের ১৯। অর্থাৎ গুজরাতে সন্ত্রাস অনেক বেশি।

Advertisement

ভোট-পরবর্তী সন্ত্রাস সম্পর্কে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে বাঙালিদের ওরা তাড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। অত্যাচার করছে। দক্ষিণবঙ্গে মতুয়া সম্প্রদায়ের বাস যে সব এলাকায়, সেই উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে গিয়ে নাগরিকত্ব নিয়ে ভয় দেখাচ্ছে। আর অনেক জায়গায় বাঙালি-অবাঙালি বিভেদ-সৃষ্টির চক্রান্ত করে রক্তক্ষয়ী মারামারি বাধাচ্ছে।’’

মমতার হুঁশিয়ারি, ‘‘আইনশৃঙ্খলা রাজ্য সরকারের। কেন্দ্রীয় বাহিনীর কাজ শেষ হয়ে গিয়েছে। তাই রাজ্য প্রশাসন জানে কী ভাবে এ সবের মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী ও তাঁর দলের নেতারা যদি ভেবে থাকেন, প্ররোচনা দিয়ে রাজ্যে আগুন জ্বালাতে চাইবেন, তা হতে দেব না। উপযুক্ত জবাব পাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement