Dilip Ghosh

Dilip Ghosh: ফের গরুর দুধে সোনার তত্ত্ব দিলীপের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৭:০০
Share:

ফাইল চিত্র।

ফের গরুর দুধে সোনার তত্ত্ব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের কিষাণ মোর্চার রাজ্য কমিটির বৈঠকে শুক্রবার দিলীপবাবু বলেন, ‘‘কলকাতা বা তার আশপাশের এলাকাগুলিতে গো-পালন উঠেই গিয়েছে। যে দুধ দুধই নয়, প্যাকেটের দুধ, সেটা আমরা খাচ্ছি। বাঙালিরা আজকাল প্যাকেটের দুধ খান, গরুর দুধ খান না। আমি বলেছিলাম, গরুর দুধে সোনা পাওয়া যায়। অনেকে বিরোধিতা করেছিলেন। যাঁরা গরুর দুধ খাননি, তাঁরা সোনা পাবেন কী করে?’’ গরুর দুধে সোনা আছে বলে অনেক দিন আগেই দাবি করেছেন দিলীপবাবু। বলেছিলেন, বিদেশে এমন গবেষণার খবর তিনি পত্রিকায় পড়েছেন। কেমন করে গরুর শরীরে সোনা তৈরি হয়, তারও একটা ব্যাখ্যা তিনি সে বার দিয়েছিলেন। তাঁর সেই দাবি নিয়ে বিতর্ক এবং ঠাট্টা-তামাশাও কম হয়নি। দিলীপবাবুর এ দিনের মন্তব্য নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া, ‘‘দিলীপবাবু এর আগেও বলেছেন, গরুর দুধে সোনা পাওয়া যায়। ওঁর কাছে এ রকম দুধ থাকলে আমাদেরে পাঠিয়ে দিতে পারেন, গবেষণা করে দেখা যেতে পারে! আর কী-ই বা বলব!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement