BSF

বাংলাদেশ থেকে পাচার হচ্ছে! খবর পেয়ে কৃষ্ণনগরে হানা বিএসএফের, উদ্ধার প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার সকালে তাদের কাছে গোপন সূত্রে পাচারের ছকের খবর এসেছিল। সেই খবর পাওয়ার পর থেকেই সক্রিয় ছিলেন জওয়ানেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৫:৫০
Share:

উদ্ধার হওয়া সোনার বিস্কুট। —নিজস্ব চিত্র।

আবার পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ। বাংলাদেশ থেকে বাংলায় ঢোকার সঙ্গে সঙ্গে প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী। শনিবার নদিয়ার বানপুর সীমা চৌকির ঘটনা। যদিও পাচারকারীদের কাউকে পাকড়াও করা যায়নি।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার সকালে তাদের কাছে গোপন সূত্রে পাচারের ছকের খবর এসেছিল। সেই খবর পাওয়ার পর থেকেই সক্রিয় ছিলেন জওয়ানেরা। শনিবার বাংলাদেশের দিক থেকে কাঁটাতার পেরিয়ে দুই ব্যক্তিকে এ পারে এগিয়ে আসতে দেখা যায়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। দু’জনকে থামানোর জন্য হাঁক দেওয়া হয়। ঠিক তখনই ফেন্সিংয়ের উপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে দিয়ে বাংলাদেশের দিকে পালান দু’জন। এ পারে পাচারকারীদের কোনও প্রতিনিধি পৌঁছে যাওয়ার আগেই অকুস্থলে পৌঁছে যান জওয়ানেরা। একটি সাদা এবং দু’টি বাদামি রঙের প্যাকেট উদ্ধার করেন তাঁরা।

প্যাকেট দু’টি খুলে মোট ১২টি সোনার বিস্কুট পান জওয়ানেরা। সঙ্গে সঙ্গে তাঁরা কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান। তার পর নিয়ম মেনে ওই সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে।

Advertisement

জানা যাচ্ছে, বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ বানপুর সীমা চৌকি এলাকা থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ ১.৬৬২ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ১.৫৬ কোটি টাকা। পাচারকাণ্ডে এখনও কাউকে পাকড়াও না করা হলেও অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে বিএসএফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement