শিক্ষক দিবস পালন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব টিএমসিপির

শিক্ষক দিবস পালন নিয়ে ফের গোলমালে জড়িয়ে পড়ল টিএমসিপি-র দু’টি গোষ্ঠী। শনিবার শিক্ষক দিবসে যে সংঘাতের ছবি দেখা গিয়েছিল বেশ কিছু কলেজে, ডায়মন্ড হারবারের শিরাকোল কলেজে তারই পুনরাবৃত্তি ঘটে সোমবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৮
Share:

শিক্ষক দিবস পালন নিয়ে ফের গোলমালে জড়িয়ে পড়ল টিএমসিপি-র দু’টি গোষ্ঠী। শনিবার শিক্ষক দিবসে যে সংঘাতের ছবি দেখা গিয়েছিল বেশ কিছু কলেজে, ডায়মন্ড হারবারের শিরাকোল কলেজে তারই পুনরাবৃত্তি ঘটে সোমবার। বহিরাগতদের মারে সাত ছাত্র আহত হন বলে অভিযোগ।

Advertisement

কলেজ সূত্রের খবর, টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন শেখ এবং সংসদীয় দলনেতা ইকবাল শেখের গোষ্ঠীর মধ্যে ঝামেলা অনেক দিনের। তবে এ দিন ছাত্র সংসদের উদ্যোগে শিক্ষক দিবস পালনের যে ব্যবস্থা হয়, তাতে দু’পক্ষই সামিল হয়েছিল। পরে এক বহিরাগতকে নিয়ে সংঘর্ষ বাধে। কলেজের অধ্যক্ষা শুক্লা দত্ত মাইতি বলেন, ‘‘দু’দল ছাত্রের মধ্যে ঝামেলা বেধেছিল। বাইরের কিছু ছেলেও ঢুকে পড়ে। ছাত্রীদের দিকে পর্যন্ত তেড়ে আসছিল। তাই পুলিশ ডাকতে হয়।’’ বাণেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে হয় ছাত্রদের।

ইকবাল গোষ্ঠীর অভিযোগ, অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে এক বহিরাগত যুবককে উপস্থিত থাকতে দেখে তারা আপত্তি জানায়। তখনকার মতো যুবকটি চলে গেলেও পরে বেশ কিছু বহিরাগত কলেজে এসে চড়াও হয়। ইকবালের অভিযোগ, ‘‘ওদের কাছে লাঠি-রড ছিল, ছুরিও ছিল।’’ আব্বাসউদ্দিন অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘‘এক সময়ে টিএমসিপি করলেও ইকবাল এখন আর আমাদের কেউ নয়। এখন ও এসএফআই করে। ওরাই আমাদের ছেলেদের উপরে চড়াও হয়েছিল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন