Gutkha

Gutkha Sale Banned: আরও এক বছরের জন্য রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা উৎপাদন ও বিক্রি বন্ধ করল নবান্ন

নির্দেশিকায় বলা হয়েছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২০:৫৯
Share:

প্রতীকী ছবি।

আগামী এক বছরের জন্য রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে মঙ্গলবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই কারণেই আগামী এক বছরের জন্য নির্দেশিকা জারি করা হল। আগামী ৭ নভেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।

Advertisement

সরকার প্রকাশিত নির্দেশিকায় লেখা হয়েছে, ‘গুটখা ও বিভিন্ন রকম পানমশলার মধ্যে নিকোটি ন তামাকজাত নানা রকম উপাদান রয়েছে। সেগুলি মানুষের স্বাস্থ্যকর নয়। সেই কারণেই আগামী এক বছরের জন্য তামাকজাত এই দ্রব্যগুলির ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হল।’ তামাকজাত গুটখা বা পানমশলা ব্যবহার নিয়ে এর আগেও একাধিক রাজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। সেই পথে এক বছর আগেই হেঁটেছিল রাজ্য। সেই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে দেওয়া হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন