Nabanna

রাজ্যের নতুন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব হলেন বীপী গোপালিকা

আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতের মধ্যেই তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৭:৩৩
Share:

বাঁ দিকে হরিকৃষ্ণ দ্বিবেদী, ডান দিকে বীপী গোপালিকা। নিজস্ব চিত্র।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতের মধ্যেই তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপনের জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্য দিকে, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বীপী গোপালিকা।

Advertisement

দ্বিবেদী এর আগে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। তাঁকে মুখ্যসচিবের জায়গায় আনার পরে প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত সচিব গোপালিকাকে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেন মমতা। সেখানে তিনি জানিয়ে দেন, আলাপনকে ছাড়ছে না রাজ্য সরকার। সেই সঙ্গে কেন্দ্রের নির্দেশিকা বদলের আর্জিও জানান তিনি। দুপুরে মমতার সঙ্গে প্রশাসনিক বৈঠকেও দেখা যায় আলাপনকে।

Advertisement

সোমবার বিকালে আরও একটি সাংবাদিক বৈঠক করেন মমতা। বলেন, ‘‘আলাপনকে দিল্লিতে যোগ দেওয়ার জন্য আরও একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছে।’’ তার পরেই তিনি বলেন, ‘‘আলাপন অবসর নেওয়ার আবেদন জানিয়েছেন। সেই আবেদনকে সম্মান দিচ্ছে রাজ্য।’’ আলাপন অবসর নেওয়ায় মুখ্যসচিব হিসেবে দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব হিসেবে গোপালিকার নাম ঘোষণা করেন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন