Hail and Thundershower Alert

প্রবল তাপপ্রবাহের মাঝে স্বস্তির শিলাবৃষ্টি বাঁকুড়া, হুগলিতে! বৃষ্টি হতে পারে কলকাতাতেও

মার্চের দ্বিতীয় সপ্তাহের গোড়া থেকেই ধীরে ধীরে বাড়ছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তার উপরে রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৯:৪৭
Share:

বাঁকুড়ার কোতুলপুরে শিলাবৃষ্টি। — নিজস্ব চিত্র।

তীব্র গরমের মাঝেই একপশলা স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের দুই জেলায়। তাও আবার আকাশ থেকে পড়ল শিল! ছোট-বড়-মাঝারি মাপের বরফের চাঁইয়ে ঢেকে গেল পথঘাট। রবিবার বিকেলে এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়া ও হুগলিতে।

Advertisement

মার্চের দ্বিতীয় সপ্তাহের গোড়া থেকেই ধীরে ধীরে বাড়ছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তার উপরে রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলে। রবিবারও সকাল থেকে তীব্র গরমে নাজেহাল হচ্ছিলেন বাঁকুড়াবাসী। সেই আবহেই বিকেলের দিকে জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কিছুটা হলেও কমল গরম। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বাঁকুড়া শহর এবং আশপাশের এলাকায় সেভাবে ঝড়বৃষ্টি না হলেও বিষ্ণুপুর, জয়পুর ও কোতুলপুর ব্লকে ঝড়ের পাশাপাশি ঝেঁপে বৃষ্টি নামে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও শুরু হয়। হালকা শিলাবৃষ্টি হয়েছে জয়পুর এবং বিষ্ণুপুরে। তবে কোতুলপুরে শিলাবৃষ্টির মাত্রা ছিল চোখে পড়ার মতো। সেখানে মাত্র মিনিট কয়েকের শিলাবৃষ্টিতেই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে এলাকার রাস্তাঘাট। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও পরিসংখ্যান পাওয়া না গেলেও এর জেরে তাপমাত্রা সাময়িক ভাবে বেশ কিছুটা কমেছে।

অন্য দিকে, বিকেলে বৃষ্টি হয়েছে হুগলি জেলাতেও। আগামী তিন ঘণ্টায় সেখানে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। সন্ধ্যা ৭টার পর থেকে জেলার কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়াতেও জারি হয়েছে কমলা সতর্কতা। এর মধ্যে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা এবং দুই ২৪ পরগনাতেও। এই তিন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

Advertisement

সাম্প্রতিক অতীতের নজির ভেঙে চলতি বছর চৈত্রের শুরুতেই চড়চড়িয়ে উঠতে শুরু করেছে পারদ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে পাল্লা দিয়ে বইছে গরম বাতাসের হলকা। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় এখন থেকেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর সোমবারও তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গুমোট গরম থাকবে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আলিপুর জানিয়েছে, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। মিলতে পারে স্বস্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement