Police Investigation

স্কুটারের সূত্র ধরে চুরির কিনারা, ধৃত ২

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কচি মিস্ত্রি এবং বাপ্পা মিস্ত্রি। তাদের বাড়ি ডায়মন্ড হারবার পুলিশ জেলা এলাকায়। বিচারক ৪ জুন পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০৮:১৪
Share:

দু’জনের বিরুদ্ধে পর্ণশ্রী, ঠাকুরপুকুর, বেহালা, চিৎপুর-সহ বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। —প্রতীকী চিত্র।

যান্ত্রিক ত্রুটির কারণে ফেলে যাওয়া একটি স্কুটারের সূত্র ধরে অন্য একটি স্কুটার চুরির ঘটনার কিনারা করল হরিদেবপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই দুষ্কৃতী। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি স্কুটার ও একটি মোবাইল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কচি মিস্ত্রি এবং বাপ্পা মিস্ত্রি। তাদের বাড়ি ডায়মন্ড হারবার পুলিশ জেলা এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে হরিদেবপুর থানা এলাকার প্রগতিপল্লি থেকে এক ব্যক্তির স্কুটার চুরি যায়। কিন্তু ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় তদন্তে নেমে প্রাথমিক ভাবে মুশকিলে পড়তে হয় পুলিশকে। পরে তদন্তকারীরা অন্য সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, দুই যুবক একটি স্কুটার নিয়ে প্রগতিপল্লি এলাকায় ঢুকছে। কিন্তু বেরিয়ে যাওয়ার সময়ে তারা অন্য একটি স্কুটারে চেপে যাচ্ছে।

সেই ফুটেজের ভিত্তিতে খোঁজ নিয়ে পুলিশ ঘটনাস্থলের কয়েকশো মিটার দূর থেকে একটি স্কুটার উদ্ধার করে। তদন্তে জানা যায়, ওই স্কুটারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। এর পরে আরও খোঁজ চালিয়ে তদন্তকারীরা জানতে পারেন, এই স্কুটারটির মালিক মহেশতলা এলাকার কালীতলার বাসিন্দা এক ব্যক্তি। তিনি পুলিশের কাছে দাবি করেন, সোমবার তাঁরই বাড়ি থেকে দুষ্কৃতীরা মোবাইল ফোন এবং স্কুটার চুরি করেছে।

এক পুলিশকর্তা জানান, ওই মোবাইলের সূত্র ধরে দেখা যায়, ফোনটি ব্যবহার করছে অভিযুক্ত কচি এবং বাপ্পা। এর পরেই বুধবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই দু’জনের বিরুদ্ধে পর্ণশ্রী, ঠাকুরপুকুর, বেহালা, চিৎপুর-সহ বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। আগেও তারা নানা ঘটনায় ধরা পড়েছে।

পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে, তারা যে স্কুটারে চেপে প্রগতিপল্লি এলাকায় এসেছিল, সেই স্কুটারটি খারাপ হয়ে যাওয়ায় সেটি রাস্তায় ফেলে রেখে দিয়ে
অন্য স্কুটারটি (যেটি কালীতলার ওই বাসিন্দার) চুরি করে। আর ফেলে রেখে যাওয়া স্কুটারটির সূত্র ধরেই খুঁজে বার করা হয় অভিযুক্ত কচি ও বাপ্পাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন