State news

শামিকে দেখতে মেয়েকে নিয়ে দিল্লিতে হাসিন

মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সকাল ১১টা ৫০ নাগাদ তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে আইরা এবং কলকাতা পুলিশের এক নিরাপত্তারক্ষী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ১২:১৮
Share:

হাসিন জাহান। —ফাইল চিত্র।

শামির সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে দিল্লি গেলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সকাল ১১টা ৫০ নাগাদ তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে আইরা এবং কলকাতা পুলিশের এক নিরাপত্তারক্ষী।

Advertisement

বিমানবন্দরে ঢোকার সময়ে হাসিন জানান, শামির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি। তবে বাবার দুর্ঘটনার খবর শোনার পর থেকেই মেয়ে আইরা খুব কান্নাকাটি জুড়ে দেয়। তাঁর নিজেরও মনমেজাজ ভাল নেই। শামির জন্য ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই দিল্লি যাচ্ছেন।

দুর্ঘটনার পর থেকে দেহরাদূনেই ছিলেন শামি। কিন্তু সোমবার রাতে তিনি দিল্লি ফিরেছেন বলে শোনা যায়। হাসিনের কাছে এই খবর আসা মাত্রই তিনি মঙ্গলবার সকালে রওনা দেন। প্রয়োজনে শামির গ্রামের বাড়ি মোরাদাবাদেও যেতে পারেন হাসিন।

Advertisement

আরও পড়ুন: মেয়ের হাত ধরে শামির কাছে যেতে চান হাসিন

সোমবার দুপুরে লালবাজারে গিয়ে পুলিশের কাছে হাসিন জানিয়ে আসেন, তিনি শামির সঙ্গে দেখা করতে চান। শামি দিল্লি না দেহরাদূন কোথায় আছেন তা জানতে পারলেই রওনা দেবেন। তবে এত দিন বার বার ফোন করলেও শামির সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারেননি হাসিন বলে তাঁর দাবি। কখনও শামির ফোন বন্ধ পেয়েছেন, তো কখনও তিনি ফোন ধরেননি। শামির গ্রামের বাড়ির প্রতিবেশী ও গ্রাম প্রধানকেও ফোন করেছিলেন হাসিন। তাঁদের অনেকেই তাঁকে যেতে বারণ করেন।

দিল্লিতে পৌঁছে সাংবাদিকদের হাসিন বলেন, "ও আমার সঙ্গে যে ব্যবহার করেছে তার বিরুদ্ধে আমার লড়াই। আমি কখনই চাই না ও শারীরিক ভাবে আহত হন। ও আমাকে আর স্ত্রী হিসেবে নাই চাইতে পারে, তবে আমি এখনও ওকে ভালোবাসি কারণ ও আমার স্বামী। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যে শামি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement