নারদে সিবিআই তদন্ত খারিজের দাবিতে জনস্বার্থ মামলাও খারিজ

নারদ মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে যে জনস্বার্থ মামলা হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০৩:১৯
Share:

নারদ মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে যে জনস্বার্থ মামলা হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

মামলাকারী শমিতাভ ধর তাঁর আবেদনে বলেছিলেন, নারদ মামলায় যাঁদের বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে, তাঁরা অনেকেই সাংসদ। নারদ নিয়ে রাজ্যসভা, লোকসভা ও পশ্চিমবঙ্গ বিধানসভার ‘এথিক্স কমিটি’র তদন্ত শেষ হয়নি। তার আগে সিবিআই তদন্ত শুরু করতে পারে না। তাই আপাতত সিবিআই তদন্ত আটকানো হোক। আজ শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি জে এস খেহর এই আবেদনকে ‘সারমর্মহীন’ বলে উড়িয়ে দেন। মামলা খারিজ করে দিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টেই এ বিষয়ে সবিস্তার শুনানি হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্ট বিশদ রায় দিয়েছে। কাজেই এ বিষয়ে নতুন করে আর কিছু শোনার নেই।

আইনজীবী মহল ও রাজনৈতিক শিবিরে গুঞ্জন ছিল, শমিতাভ ধরের পিছনে রয়েছেন তৃণমূল নেতারাই। তৃণমূল নেতা মুকুল রায় অবশ্য দাবি করেছেন, তিনি মামলাকারীকে চেনেন না। কেন তিনি মামলা করেছেন, তা-ও তাঁর জানা নেই। আজ শমিতাভ ধরের আইনজীবী কুণাল সচদেবও দাবি করেছেন, তাঁর মক্কেলের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি একজন ব্যবসায়ী।

Advertisement

আরও খবর: জমি বাঁচাতে পথে সক্রিয় বাম-তৃণমূল

এই মামলায় শমিতাভ ধরের আইনজীবী সি কে রাই প্রথমে মামলা হাতে নিয়েও সরে দাঁড়িয়েছিলেন। সেই কারণে গত সোমবার এই মামলার শুনানি হয়নি। আজ শমিতাভর হয়ে তরুণ আইনজীবী কুণাল সচদেব আদালতে হাজির হন। মামলা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি তাঁকে বলেন, ‘‘আপনি তরুণ আইনজীবী, না হলে জরিমানা চাপাতাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন