নিয়োগ বাতিলই

নিয়ম যথাযথ ভাবে মানা হয়নি বলে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট) রাজ্য পুলিশে ৩৭৯ জন সাব-ইনস্পেক্টরের নিয়োগ বাতিল করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা করার পরেও তাঁদের নিয়োগ আপাতত বাতিলই থাকছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৫
Share:

নিয়ম যথাযথ ভাবে মানা হয়নি বলে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট) রাজ্য পুলিশে ৩৭৯ জন সাব-ইনস্পেক্টরের নিয়োগ বাতিল করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা করার পরেও তাঁদের নিয়োগ আপাতত বাতিলই থাকছে।

Advertisement

আবেদনকারীদের আইনজীবী দিব্যেন্দ্রনারায়ণ রায় ও রাজদীপ বিশ্বাস জানান, নিয়োগ বাতিল করে স্যাট যে-নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। নিয়োগ বাতিলের নির্দেশ নিয়ে স্থগিতাদেশও চাওয়া হয়। এপ্রিলে ডিভিশন বেঞ্চের বিচারপতি নিশীথা মাত্রে স্যাটের নির্দেশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও বেঞ্চের অন্য বিচারপতি রাকেশ তিওয়ারি তা দেননি। মামলাটি যায় তৃতীয় বিচারপতি অনিরুদ্ধ বসুর আদালতে। শুক্রবার বিচারপতি বসু জানান, স্যাটের রায়ের উপরে তিনিও স্থগিতাদেশ দিচ্ছেন না। ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তির আগে পর্যন্ত নিয়োগ বাতিলই থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement