Farakka School

‘পল্টু-পল্টন’! স্কুলে প্রহৃত প্রধানশিক্ষকের নিশানা ফরাক্কার বিধায়ককে, পাল্টা কী বললেন তৃণমূল নেতা?

স্কুলের অন্য এক শিক্ষকের মারে পা ভেঙেছে প্রধানশিক্ষকের। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮
Share:

প্রহৃত প্রধানশিক্ষক। —ফাইল ছবি।

স্কুলের অন্য এক শিক্ষকের মারে পা ভেঙেছে প্রধানশিক্ষকের। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা দফতর। তার মধ্যেই প্রধানশিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল বিধায়ক। এ বার পাল্টা আক্রমণে প্রধানশিক্ষক। তৃণমূল বিধায়কের উদ্দেশে তাঁর মন্তব্য ‘পল্টু-পল্টনের পাল্টাপাল্টি’! বিধায়ককে ‘পাগল’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা।

Advertisement

মঙ্গলবার স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন বিধায়ক মনিরুল ইসলাম। বৈঠক শেষে তিনি বলেন,‘‘প্রধানশিক্ষকের সঙ্গে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। পাশাপাশি বৈঠকে এটাও আমরা জানতে পারলাম, স্কুলের বহু শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়মিত হুমকি দিতেন ওই প্রধান শিক্ষক। পাশাপাশি প্রধানশিক্ষকের বিরুদ্ধে স্কুলের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেচেন একাধিক শিক্ষক-শিক্ষিকা। প্রধানশিক্ষক অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাকে নিয়মিত মানসিক অত্যাচার করতেন বলেও অভিযোগ এসেছে আমার কাছে।’’

বিধায়ক আরও বলেছিলেন, ‘‘স্কুলের বেশির ভাগ শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রী অবিলম্বে ওই প্রধান শিক্ষকের বদলির দাবি করেছেন। আমরা শিক্ষা দফতরের কাছে একই দাবি রাখছি।’’

Advertisement

তার প্রেক্ষিতে প্রধানশিক্ষক বুধবার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘বিধায়ক কী করে বিভাগীয় তদন্তের দিন আমার অনুমতি ছাড়া স্কুলে উপস্থিত থাকলেন। যে নাটকটা আমার এলোমেলো থুরি এমএলএ মঞ্চস্থ করে এলেন স্কুলের সুন্দর ফুট টাইলসের উপর দাঁড়িয়ে, তাঁর নাম কি? আমি একটা নাম দিয়েছি। বলব? পল্টু-পল্টনের পাল্টাপাল্টি!’’

যদিও বৈঠক নিয়ে বিস্তারিত ভাবে কিছু বলতে রাজি হননি শিক্ষা দফতরের প্রতিনিধি দেবনারায়ণ শেঠ। তিনি বলেন, ‘‘সব পক্ষের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছি, তা রিপোর্ট আকারে অতি দ্রুত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অমর কুমার শীলের কাছে তুলে দেওয়া হবে। তার পর উনি যাবতীয় ব্যবস্থা নেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement