BJP MP from Tamluk

দিল্লি এমসের আইসিইউ-তে ভর্তি সাংসদ অভিজিৎ! দেখাশোনার দায়িত্বে বিজেপি সভাপতি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস-এ আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিতকে বৃহস্পতিবার বিকেলে কলকাতার একটি হাসপাতাল থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১০:১২
Share:

অভিজিৎ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লির এমস হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তাঁকে একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে আগামী দু’-তিন মাস তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।

Advertisement

বিজেপি সূত্রের খবর, গুরুতর অসুস্থ অভিজিতের চিকিৎসার বিষয়টি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু দেখবেন। পাশাপাশি, স্পিকার ওম বিড়লার তরফ থেকেও প্রতিদিন রিপোর্ট নেওয়া হবে। লোকসভার সচিবালয় এমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখবে। তমলুকের প্রাক্তন সাংসদ দিব‍্যেন্দু অধিকারীকে সহায়তার জন্য দিল্লিতে থাকতে বলা হয়েছে। শনিবার থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে দিল্লিতে থেকে অভিজিতের চিকিৎসা বিষয়ে যাবতীয় সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিজিতের ভাইপো এবং পিএ দিল্লিতে রয়েছেন। শনিবার তাঁর ভাই দিল্লি যাচ্ছেন। শুক্রবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমসের চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁরা শুভেন্দুকে জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার মধ্যে দিয়ে সাংসদ সুস্থ করে তোলা হবে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। শুভেন্দু বলেন, “আমরা আশা করছি আগামী দু’-তিন মাসের মধ্যে অভিজিতবাবু স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন।”

Advertisement

প্রসঙ্গত, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস-ও রয়েছে। বেশ কয়েক দিন ধরেই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ তাঁকে ওই হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। গ্রিন করিডর করে অভিজিৎকে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরে। বিকেল ৫টা ৩৫ মিনিটের একটি বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয় অভিজিৎকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement