Heat Wave in West Bengal

বসন্তেই গ্রীষ্মের ঝাঁজ! রবিবার তাপপ্রবাহ রাজ্যের চার জেলায়, চলবে কত দিন পর্যন্ত?

আগামী ১৬ মার্চ, রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গে। ওই দিন দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ হতে পারে। বয়স্ক ও শিশুদের দীর্ঘ ক্ষণ বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৪৫
Share:

রবিবার রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

দোলের দিন দুয়েক পর থেকেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে তাপপ্রবাহ! বসন্ত শেষের আগে গ্রীষ্মের ঝাঁজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এ বার এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৬ মার্চ, রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গে। ওই দিন দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ওই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

আবহবিদেরা জানাচ্ছেন, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি চড়তে পারে। তার পরের তিন দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। রবিবার পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। এমনকি, ওই চার জেলা ছাড়াও সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা।

Advertisement

তাপপ্রবাহ পরিস্থিতির আবহে দক্ষিণবঙ্গের জন্য বেশ কিছু সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে বয়স্ক ও শিশুদের দীর্ঘ ক্ষণ বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পারতপক্ষে সকলকেই হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে। সঙ্গে রাখতে হবে ছাতা কিংবা টুপি। পাশাপাশি, শরীরে জলশূন্যতা এড়াতে পর্যাপ্ত পরিমাণে জল পান করারও পরামর্শ দেওয়া হয়েছে।

তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও উত্তরের জেলাগুলিতে এখনই সে রকম কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। বরং উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে! বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে শুক্রবারও চলবে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দু’দিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। তার পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement