ভরা বসন্তে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে

একে ভোটের আবহাওয়া গরম। তার মধ্যে বসন্তেই তাপপ্রবাহ শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে। বুধবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৩:৫২
Share:

একে ভোটের আবহাওয়া গরম। তার মধ্যে বসন্তেই তাপপ্রবাহ শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে। বুধবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। গরমের সময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি ছাড়িয়ে গেলে আবহাওয়ার সেই অবস্থাকে তাপপ্রবাহ বলে। এ দিনই এই মরসুমের প্রথম তাপপ্রবাহ পেল বাঁকুড়া। বাঁকুড়া থেকে পিছিয়ে নেই বীরভূম, আসানসোল, বর্ধমানও। সেখানেও তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। ফলে অন্য জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতির আশঙ্কা রয়েছে। জেলা প্রসশাসনগুলিকে সতর্ক করে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এ বারের ‘গরম’ শীত গ্রীষ্মে প্রচণ্ড গরমের ইঙ্গিত দিয়েছিল। শক্তিশালী এল নিনো-র ফলে এ বারে ঘন ঘন তাপপ্রবাহ সৃষ্টির পূর্বভাসও দিয়েছিল আবহাওয়া দফতর। তবে এপ্রিলের গোড়াতেই যে তাপমাত্রা এতটা বাড়বে তার আঁচ কিন্তু মেলেনি। কলকাতায় তাপমাত্রা তেমন না বড়লে আর্দ্রতা বেশি থাকায় ভুগছে মানুষ। তার ফলে প্যাচপ্যাচে গরমে নাকাল হচ্ছেন মহানগরের বাসিন্দারা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এমন পরিস্থিতি আরও দিন কয়েক চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এর সঙ্গে জুড়ে গিয়েছে বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প বা আর্দ্রতা। তার ফলে সকাল থেকেই রাস্তায় বেরিয়ে ঘেমেনেয়ে অস্থির হয়েছেন মানুষজন। কেন এমন হঠাৎ গরম? আবহবিদদের ব্যাখ্যা, এ বার গড় তাপমাত্রা বেশি রয়েছে। তার উপরে মধ্য ভারত ও ঝাড়খণ্ডে তীব্র গরম শুরু হয়েছে। চলছে তাপপ্রবাহ। সেখান থেকেই গরম হাওয়া বয়ে আসছে পশ্চিমাঞ্চলে। তার জেরেই আগুন ঝরানো পরিস্থিতি। কলকাতায় গরমের সঙ্গে জুড়ে গিয়েছে আর্দ্রতাও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন