— প্রতিনিধিত্বমূলক চিত্র।
গত বেশ কয়েক দিন ধরে একটানা ঝড়বৃষ্টি লেগেই আছে। সেই আবহে মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ, পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে কমবেশি দুর্যোগ চলবে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। তার পর থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সে রকম কোনও সতর্কতা নেই।
তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না। বরং আগামী সাত দিন উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ। রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) চলবে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।