Fraud

বিয়ের টোপ! পাত্রীর সঙ্গে একান্তে হোটেলের ঘরে সময় কাটাতে গিয়ে মোবাইল, টাকা খোয়ালেন যুবক

অভিযোগের ভিত্তিতে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারই তাঁকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ওই মহিলা আগেও এমন ঘটিয়েছেন কি না, সে সবও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১২:৫৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিয়ের (ম্যাট্রিমোনি) ওয়েবসাইট থেকে আলাপ। সেই তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে মোবাইল, টাকাপয়সা খোয়ালেন যুবক! চলতি মাসের শুরুর দিকে ঘটনাটি ঘটেছে। রবিবার তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম সুদীপ বসু। নিউ ব্যারাকপুরের লেনিনগড়ের বাসিন্দা সুদীপের সঙ্গে একটি বিয়ের সাইটে আলাপ হয়েছিল জিয়া সিংহ নামে এক তরুণীর। প্রাথমিক কথাবার্তার পর ঠিক হয়, দু’জনে দেখা করবেন। সেইমতো গত ১ জুলাই একটি হোটেলে দেখা করার পরিকল্পনা করেন তাঁরা। অভিযোগ, হোটেলে যাওয়ার পর জিয়া তাঁকে চা খেতে দেন। সেই চা খেয়েই সংজ্ঞা হারান সুদীপ। জ্ঞান ফিরলে দেখেন, তাঁর মোবাইলটি খোয়া গিয়েছে। পকেটে থাকা সমস্ত টাকাপয়সাও উধাও!

ঘটনার বেশ কিছু দিন পর রবিবার এয়ারপোর্ট থানায় তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১২৩, ৩০৩ (২), ৩১৬ (২) এবং ৩১৮ (৪) ধারায়। অভিযোগের ভিত্তিতে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারই তাঁকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ওই মহিলা আগেও এমন ঘটিয়েছেন কি না, সে সবও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement