Weather Update of West Bengal

নিম্নচাপের ভ্রুকুটি, শুক্রবার দক্ষিণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে উত্তরও! উত্তাল সাগরে তলিয়ে গেলেন যুবক

বৃহস্পতিবার রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকে বৃষ্টির তেজ কমলেও আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গের দুই জেলায় জারি লাল সতর্কতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০৯:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাতভর বৃষ্টি। কোথাও ভারী, আবার কোথাও মাঝারি। আর তাতেই জলমগ্ন কলকাতা তো বটেই, বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও বৃষ্টি থেকে রেহাই নেই, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গ তো বটেই, ভাসবে উত্তরবঙ্গও! দুই জেলায় জারি লাল সতর্কতা। কোনও কোনও জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন আবহবিদেরা।

Advertisement

বৃহস্পতিবার রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রাতভর বৃষ্টিতে কোথাও গোড়ালি ভেজা জল জমে, আবার কোথাও হাঁটুসমান। সকাল থেকে বৃষ্টির তেজ কমলেও আকাশ মেঘলা। মাঝেমধ্যে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে, তবে তার তেজ তেমন নেই। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দিনভর এমনই থাকবে আবহাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে, তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এই মুহূর্তে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হবে। তার পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে নিম্নচাপ।

Advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার)। এ ছাড়া বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)-র পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। লাল সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা প্রায় ৩০ জনের একটি দল বৃহস্পতিবার গঙ্গাসাগরে আসে। দুপুর নাগাদ এক নম্বর ঘাটে জোয়ারের সময় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সমুদ্রে নামেন তাঁরা। সেই সময়েই তলিয়ে যান সন্দীপ গন্ড নামে বছর চব্বিশের এক যুবক। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে আবার তল্লাশি অভিযানে নেমেছে উদ্ধারকারী দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement