High Court

Singur-Nandigram movement: পাঠ্যসূচিতে নন্দীগ্রাম থাকবে কি না ঠিক করবে রাজ্য, মামলা খারিজ করে বলল হাই কোর্ট

এই মামলায় আদালত বলে, ইতিহাসের সিলেবাসে কোন বিষয় পড়ানো হবে তা একান্ত ভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৪:০৭
Share:

ফাইল ছবি

রাজ্যের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুরের আন্দোলন রয়েছে। পাঠ্যসূচিতে ঢোকানো হোক নন্দীগ্রামও —এই আবেদন জানিয়ে ২০১৭ সালে একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে। সোমবার সেই মামলা খারিজ করল আদালত।

Advertisement

এই মামলায় আদালত বলে, ইতিহাসে কোন বিষয় পড়ানো হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচ্য। ওই দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষই ঠিক করবেন পাঠ্যসূচিতে নন্দীগ্রাম থাকবে কি না। সোমবার জনস্বার্থ মামলাটি খারিজ করে এ কথা জানিয়েছে প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত ২০১৭ সালে অষ্টম শ্রেণির সিলেবাসে সিঙ্গুর আন্দোলন অন্তর্ভূক্ত করে রাজ্য সরকার। সেই সময় দাবি ওঠে নন্দীগ্রামের আন্দোলনও অন্তর্ভুক্ত হোক ইতিহাসের পাঠ্যসূচিতে। সেই সময় একটি মামলাও হয় কলকাতা হাই কোর্টে। সেই মামলাকে খারিজ করেছে উচ্চ আদালত।

Advertisement

তবে আদালত মামলাকারী জ্ঞানেন্দ্রনাথ মান্নাকে স্বাধীনতা দিয়েছে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই বিষয়ে জানতে চেয়ে আবেদন করতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন