নীল তিমির আঁতুড়েই তালা দিতে আর্জি কোর্টে

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ শুক্রবার কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই নির্দেশ দিয়েছে, ওই খেলা বন্ধ করতে ইতিমধ্যে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা হলফনামা পেশ করে জানানো হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০১:৫৭
Share:

পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের প্রত্যন্ত গ্রাম থেকে মেগাসিটি সর্বত্র মারণ খেলা চালিয়ে যাচ্ছে ‘ব্লু হোয়েল’ বা নীল তিমি। এই উপদ্রব ঠেকাতে এর উৎসে আঘাত হানার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। আবেদনকারীর বক্তব্য, এই ধরনের খেলা যে-সব ‘অনলাইন সাইট’ থেকে ডাউনলোড করা হয়, সেই সব সাইট বন্ধ করতে অবিলম্বে উদ্যোগী হওয়া উচিত কেন্দ্রের। তাঁর আর্জি, ওই সব সাইট বন্ধ করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিক আদালত।

Advertisement

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ শুক্রবার কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই নির্দেশ দিয়েছে, ওই খেলা বন্ধ করতে ইতিমধ্যে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা হলফনামা পেশ করে জানানো হোক।

নীল তিমির খেলা বন্ধের আর্জি জানিয়ে জনস্বার্থে মামলা করেছেন সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন মামলার বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তিনি এ দিন আদালতে জানান, ওই খেলা যিনি পরিচালনা করেন (কিউরেটর), তাঁর পরিচয় গোপন থাকছে। কারণ তিনি সাইবার জগতের অন্ধকার কোনও জায়গা থেকে খেলা নিয়ন্ত্রণ করছেন। রাজ্যের উচিত ওই খেলা বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া। কিন্তু ইন্টারনেটের কোনও সাইটে তালা ঝোলাতে গেলে যে-নোডাল অফিসারের মাধ্যমে কেন্দ্রে সুপারিশ করতে হয়, সেই অফিসারেরই অস্তিত্ব নেই এ রাজ্যে।

Advertisement

বিভাসবাবুর অভিযোগ, রাজ্যে পড়ুয়াদের একাংশ ওই খেলার ফাঁদে পা দিচ্ছে। তাদের বাঁচানোর চেষ্টা করার কথা কেন্দ্র ও রাজ্যেরই। কিন্তু রাজ্য এই বিষয়ে এফআইআর-ই করেনি। এ দিন রাজ্যের পক্ষে কোনও আইনজীবী শুনানিতে হাজির ছিলেন না। ডিভিশন বেঞ্চ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দকে নির্দেশ দিয়েছে, ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে হলফনামা পেশ করতে হবে। হলফনামা দিতে হবে রাজ্য সরকারকেও। রাজ্যকে তা জানিয়ে দিতে নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন