রোজভ্যালি তদন্তে হাইকোর্ট হলফনামা চায় ইডি-র

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির তদন্ত, বিশেষ করে অন্যতম অভিযুক্ত অমিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে, সেই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৫০
Share:

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির তদন্ত, বিশেষ করে অন্যতম অভিযুক্ত অমিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে, সেই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ অমিত দীর্ঘদিন জেল-হাজতে আছেন। ওই অভিযুক্তের বিরুদ্ধে কবে তারা তদন্ত শেষ করবে, ইডি-কে তা হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টে।

Advertisement

অমিত ছিলেন রোজভ্যালির কলকাতা শাখার ম্যানেজার। ইডি-র অভিযোগ, অমিতের মাধ্যমেই গৌতম কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এ দিন সেই অমিতের জামিন মামলার শুনানিতে তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে জানান, তাঁর মক্কেল ৬২৭ দিন ধরে জেল হেফাজতে আছেন। গত বছরের ১০ মার্চ বিচারপতি জয়মাল্য বাগচীর আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। আইনজীবীর যুক্তি, তার পর থেকে ইডি-র তদন্তে এমন কোনও অগ্রগতি হয়নি, যার জন্য অমিতকে এখনও জেলে আটকে রাখা যায়।

তা শুনে তদন্তের অগ্রগতি সম্পর্কে ইডি-র আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান বিচারপতি বাগচী। ভাস্করবাবু কোনও উত্তর না-দেওয়ায় বিচারপতি বাগচী জানান, অভিযুক্তের বিরুদ্ধে যে-সব ধারায় মামলা হয়েছে, তাতে দোষী সাব্যস্ত হলে শাস্তির মেয়াদ বড়জোর সাত বছর। ‘‘সে-ক্ষেত্রে অভিযুক্ত যদি সম্ভাব্য শাস্তির মেয়াদের অনেকটাই বিচারাধীন হয়ে জেলে কাটিয়ে দেন, তা হলে তাঁকে জামিন দেওয়া হবে না কেন,’’ প্রশ্ন করেন বিচারপতি বাগচী।

Advertisement

তদন্তের কতটা কী অগ্রগতি হয়েছে, কবে নাগাদ অমিতের বিরুদ্ধে তদন্ত শেষ হবে, ৪ এপ্রিলের মধ্যে আদালতে তা জানানোর জন্য ইডি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন