HS Examination

আগামী বছর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ১৫ জুন থেকে

লিখিত পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত। ব্যবহারিক (প্রাক্টিক্যাল) পরীক্ষা ১০ থেকে ৩০ মার্চের মধ্যে নিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ২০:০১
Share:

ফাইল চিত্র।

আগামী বছরে উচ্চমাধ্যমিকের সময়সূচি ঘোষণা হল। পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুন থেকে। লিখিত পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত। ব্যবহারিক (প্রাক্টিক্যাল) পরীক্ষা ১০ থেকে ৩০ মার্চের মধ্যে নিতে হবে স্কুলগুলিকে। পরীক্ষার দিনগুলিতে করোনার নিয়ম বিধির বিষয়ে স্কুলগুলিকে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। একই সঙ্গে হবে একাদশের পরীক্ষাও। ১৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২ জুলাই। পরীক্ষা হবে বেলা ২টো থেকে ৫টা ১৫ পর্যন্ত।

Advertisement

সময়সূচি:

১৫ জুন, ২০২১ (মঙ্গলবার) – বাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি

Advertisement

১৭ জুন, ২০২১ (বৃহস্পতিবার)- বাংলা (বি), ইংরাজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরাজি,

১৮ জুন, ২০২১ (শুক্রবার) # হেল্থ কেয়ার # অটো মোবাইল # অর্গানাইজ রিটেলিং # সিকিউরিটি # আইটি এবং আইটিইএস ভোকেশনাল সাবজেক্ট

১৯ জুন ২০২১ (শনিবার) বিসনেজ স্টাডিজ, বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান

২১ জুন ২০২১ (সোমবার) অঙ্ক, অ্যাগ্রোনমি, ইতিহাস, নৃতত্ত্ব (অ্যানথ্রোপলজি), মনোবিদ্যা (সাইকোলজি)

২২ জুন ২০২১ (মঙ্গলবার) কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, # স্বাস্থ্য এবং শারীরিকবিদ্যা # সঙ্গীত, # ভিজুয়াল আর্ট

২৪ জুন ২০২১ (বৃহস্পতিবার) দর্শন, সমাজতত্ত্ব, কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং

২৬ জুন, ২০২১ (শনিবার) পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি,

২৮ জুন, ২০২১ (সোমবার) রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফেঞ্চ

৩০ জুন, ২০২১ (বুধবার) রাশিবিজ্ঞান, ভুগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন