রক্তের অপচয় রুখতে অডিট দাওয়াই রাজ্যের

স্বাস্থ্য ভবনের ‘ব্লাড সেফটি’ বিভাগের এক আধিকারিক জানান, মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি সরকারি হাসপাতালে প্রায় রক্ত নষ্ট হওয়ার অভিযোগ আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০২:৫৫
Share:

সরকারি হাসপাতালে রক্ত অপচয় বন্ধে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। এখন থেকে হাসপাতালগুলিতে কত রক্ত নষ্ট হচ্ছে প্রতি মাসে স্বাস্থ্যভবনে সেই রিপোর্ট পাঠাতে হবে।

Advertisement

স্বাস্থ্য ভবনের ‘ব্লাড সেফটি’ বিভাগের এক আধিকারিক জানান, মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি সরকারি হাসপাতালে প্রায় রক্ত নষ্ট হওয়ার অভিযোগ আসে। সে জন্য প্রতি সপ্তাহে কত রক্ত নষ্ট হচ্ছে তা অডিট করতে বলা হয়েছে। এর পর মাসের শেষে একটি রিপোর্ট পাঠাবেন অডিটের দায়িত্বে থাকা আধিকারিক। কেন রক্ত নষ্ট হচ্ছে, সেই কারণগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। অডিট করবেন সরকারি হাসপাতালে অবস্থিত ব্লাড ব্লাঙ্কের মেডিক্যাল অফিসার ইন-চার্জ। অডিট ঠিক হচ্ছে কি না, নজরদারি চালাবেন ব্লাড সেফটি বিভাগের ডেপুটি ডিরেক্টর। রক্ত কেন অপচয় হচ্ছে তা তিনিই চিহ্নিত করবেন। ব্লাড ব্যাঙ্কের আধিকারিকেরা জানান, অনেক সময় রোগীর প্রয়োজন না-থাকলেও রক্তের ইউনিট বাড়িয়ে রিক্যুইজিশন স্লিপ দেন চিকিৎসকেরা। যা লিখছেন তার থেকে কম ইউনিট মিলবে, এই ভেবে সেটি করা হয়। এ দিকে ভাঁড়ারে থাকলে তা ব্লাড ব্যাঙ্ক ইস্যু করে দেয়। রোগীর অস্ত্রোপচারের সময় বাড়তি রক্তের ইউনিট মজুত রাখার প্রবণতাও দায়ী। ব্লাড ব্যাঙ্ক থেকে এক বার রক্তের ব্যাগ বেরোলে যেহেতু তা ফেরানো যায় না, ফলে তা অপচয় হয়। রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের পরিচালন সমিতির সদস্য অচিন্ত্য লাহা বলেন, ‘‘রক্তের অপচয় যাতে বন্ধ হয় তার জন্য দীর্ঘদিন ধরে স্বাস্থ্যভবনকে জানিয়েছি। এই পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন