Darjeeling Disaster

দার্জিলিঙে যেখানে বসে বুধবার কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই!

সম্প্রতি দার্জিলিঙের লালকুঠিতে কুমার ছেত্রী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাড়িই আগুনে পুড়ে ছাই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:৫১
Share:

(উপরে) গত বুধবার লালকুঠিতে কুমার ছেত্রীর বাড়িতে ছবি আঁকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কুমার ছেত্রীর বাড়ি পুড়ে ছাই (নীচে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি দার্জিলিঙের লালকুঠিতে কুমার ছেত্রী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাড়িই আগুনে পুড়ে ছাই।

Advertisement

শনিবার লালকুঠির বাসিন্দা কুমারের বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকম। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তত ক্ষণে ঘরের সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। অবশ্য হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি এখনও।

সম্প্রতি টানা বর্ষণে বিপর্যয় ঘটে দার্জিলিঙে। বহু বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পরেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা। সেখান থেকে কলকাতায় ফিরে আসার দিন তিনেক পরেই তিনি আবার উত্তরবঙ্গ সফরে যান। দ্বিতীয় সফরে, গত বুধবার তিনি গিয়েছিলেন দার্জিলিঙে লালকুঠিতে। সেখানে প্রশাসনিক বৈঠকও করেন মমতা। সেই বৈঠকের আগে লালকুঠির রাস্তায় হেঁটেছিলেন তিনি। গিয়েছিলেন কুমারের বাড়িতে। সেখানেই কাঞ্চনজঙ্ঘার একটি ছবি এঁকেছিলেন তিনি। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে থেকে এক শিশুর হাতে একটি টেডিবিয়ারও তুলে দিতে দেখা গিয়েছিল মমতাকে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement