rape

Arrest: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ! হুগলিতে ধৃত যুবক

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হয়। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৭:৫৭
Share:

জেল হেপাজতে অভিযুক্ত। প্রতীকী চিত্র।

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ। তার জেরে গ্রেফতার করা হল হুগলির এক যুবককে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে শনিবার।

Advertisement

অভিযোগ, বন্ধুর বৌদির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল হুগলির হরিপালের বাপন ঘোড়ুই নাম এক যুবকের। আরও অভিযোগ, সম্পর্ক থাকাকালীন ওই মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহুর্তের ছবিও তুলেছিলেন বাপন। ওই মহিলার দাবি, সম্প্রতি তিনি বিবাহবহির্ভূত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। অভিযোগ, সেই সময় ওই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে হুমকি দিয়ে বাপন তাঁকে ধর্ষণ করেন। এর পর ওই মহিলা তাঁর স্বামীকে বিষয়টি জানান। এর পর পুলিশে বিষয়টি জানানো হয়।

পুলিশ বাপনকে গ্রেফতার করেছে। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হয়। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement