Hooghly

রোগীমৃত্যু এবং রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার! এক দিনে জোড়া ঘটনায় উত্তপ্ত উত্তরপাড়া হাসপাতাল

প্রথমে রোগী মৃত্যু এবং পরে অন্য এক রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ভাঙচুর চলে হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৭:৫৭
Share:

রবিবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। —নিজস্ব চিত্র।

দুই পৃথক ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়াল হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। প্রথমে রোগীমৃত্যু এবং পরে অন্য এক রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ভাঙচুর চলে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে মোতায়েন করা হয় পুলিশবাহিনী।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পেটের অসুখ নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বালির বাসিন্দা রাজারাম প্রজাপতিকে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বছর পঁয়ষট্টি বয়সি ওই বৃদ্ধের। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে রাজারামের। তাঁর পরিবারের সদস্যেরা চড়াও হন হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডের কাচ ভাঙা হয়েছে।

অন্য দিকে, এক রোগীর পরিবারের সঙ্গে হাসপাতালের চিকিৎসক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। অভিযোগ, হিন্দমোটর কাঁসারি পুকুর এলাকার বাসিন্দা তন্ময় দাশগুপ্ত। গত শুক্রবার রাতে যকৃতের সমস্যা দেখা দেয় তাঁর। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তার পর তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। দুই পৃথক ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই দফায় দফায় ঝামেলা বাধে।

Advertisement

এই বিষয়ে হাসপাতালের সুপার মহসিন জানান, স্টেট জেনারেল হাসপাতালে যত রকম পরিষেবা দেওয়া সম্ভব তাঁরা সব সময় দিয়ে গিয়েছেন। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় প্রথমে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের কাচ ভাঙচুর করেন রোগীর বাড়ির লোক। এতে অন্য রোগীদেরও সমস্যা সৃষ্টি হয়েছে। রোগীদের বাঁচানোর জন্য চিকিৎসকেরা সব সময় চেষ্টা করেন। তবে সব ক্ষেত্রে তা সম্ভব হয় না। কিন্তু তার পরে রোগীর পরিবারের এই ধরনের আচরণ একেবারে অনভিপ্রেত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement