Amrit Bharat Express

শহর থেকে আজ ছাড়বে দিল্লিগামী অমৃত ভারত, কাল ছাড়বে বারাণসীর

নতুন অমৃত ভারতে ১১টি সাধারণ এবং আটটি বাতানুকূল নয়, এমন স্লিপার কামরা থাকবে। দু’টি ট্রেনের ক্ষেত্রেই যাত্রীদের টিকিট দেওয়ার কাজ শুরু হয়েছে।তবে, এই ট্রেনের ক্ষেত্রেও বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার শ্রেণির ট্রেনের মতো অপেক্ষমাণ তালিকার কোনও টিকিট থাকছে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১০:০০
Share:

—প্রতীকী চিত্র।

হাওড়া স্টেশন থেকে নয়াদিল্লির আনন্দ বিহার স্টেশনগামী অমৃত ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক পরিষেবার সূচনা হচ্ছে আজ, বৃহস্পতিবার। প্রথম দিন ট্রেনটি রাত ১১টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন রাত ২টো ৫০ মিনিটে আনন্দ বিহারে পৌঁছবে। ওই ট্রেনটিই তার ঘণ্টা দুয়েক পরে, ভোর ৫টা ১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন, অর্থাৎ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে হাওড়ায় এসে পৌঁছবে। পাশাপাশি, বারাণসী-শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে তিন দিন চলবে। ওই ট্রেনটি শিয়ালদহ থেকে প্রতি সোম, বুধ ও শনিবার চলবে। আর বারাণসী থেকে প্রতি মঙ্গল, শুক্র ও রবিবার চলবে। কাল, ২৩ জানুয়ারি ওই ট্রেনের পরিষেবা শুরু হচ্ছে।

নতুন অমৃত ভারতে ১১টি সাধারণ এবং আটটি বাতানুকূল নয়, এমন স্লিপার কামরা থাকবে। দু’টি ট্রেনের ক্ষেত্রেই যাত্রীদের টিকিট দেওয়ার কাজ শুরু হয়েছে।তবে, এই ট্রেনের ক্ষেত্রেও বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার শ্রেণির ট্রেনের মতো অপেক্ষমাণ তালিকার কোনও টিকিট থাকছে না। আরএসি টিকিটও থাকবে না। এই ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে সফরের জন্য যাত্রীদের ন্যূনতম ২০০ কিলোমিটার দূরত্বের ভাড়া গুনতে হবে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ, ৭২ থেকে আট ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ কাটা যাবে। তার পরে টিকিট বাতিলের ক্ষেত্রে কোনও মূল্য ফেরত পাওয়া যাবে না।

এই ট্রেনে এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির যাত্রীদের ৫০০ টাকা ভাড়া দিতে হবে। প্রতিটি ট্রেনে ১১টি সাধারণ শ্রেণির এবং আটটি স্লিপার শ্রেণির কামরা থাকবে। কামরায় সিসি ক্যামেরা, মোবাইল চার্জিংয়ের সুবিধা, এলইডি আলো থাকবে।

স্লিপার শ্রেণিতে ন্যূনতম ২০০ কিলোমিটার দূরত্ব যেতে ১৪৯ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের। সাধারণ শ্রেণিতে ন্যূনতম ৫০ কিলোমিটার দূরত্বের জন্য ৩৬ টাকা ভাড়া দিতে হবে। সংরক্ষিত শ্রেণির টিকিট কাটার ক্ষেত্রে ভাড়ার সঙ্গে অন্যান্য খরচ যুক্ত হবে। এই ট্রেনে একটি করে প্যান্ট্রি কোচ থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন