Road Accident

বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু যুবকের

উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ বাসটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালককে গ্রেফতার করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ০৮:৩৭
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কাজ থেকে বাড়ি ফেরার সময়ে বেপরোয়া একটি বাসের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক চালকের। রবিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বাঁকড়া এলাকার হাওড়া-আমতা রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ নাসির (৩২)। বাড়ি ডোমজুড়ের ডাঁসি দাসপাড়ায়। পুলিশ জানায়, যে বাসের ধাক্কায় ওই যুবকের মৃত্যু
হয়, সেটি পিকনিকের পরে হাওড়ার দিকে ফিরছিল। এর পরে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ বাসটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালককে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই রাতে কারখানায় কাজ সেরে নিজের মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন নাসির। তিনি যখন বাঁকড়ার কাছে হাওড়া-আমতা রোড দিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে
উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা, রামরাজাতলা–হাওড়া ৫২ নম্বর রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। বাসের ধাক্কায়
ওই যুবক ছিটকে পড়েন। ঘটনার এক প্রত্যক্ষদর্শী মহম্মদ আবির বলেন, ‘‘এই দুর্ঘটনার পরেই স্থানীয়েরা বাসটিকে ঘিরে ফেলে ভাঙচুর শুরু করে। কিছু ক্ষণের মধ্যেই রাস্তা অবরোধ করা হয়। রক্তাক্ত অবস্থায় আমরাই ওঁকে উদ্ধার করে প্রথমে একটা স্থানীয় নার্সিংহোম ও পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানেই উনি মারা যান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন