Highest Active Volcano

উচ্চতম আগ্নেয়গিরি জয় হিন্দমোটরের যুবকের

সূত্রের খবর, ‘ওজোস দেল সালাডো’ আন্দিজ পর্বতের একটি আগ্নেয়গিরি। এটির উচ্চতা ২২ হাজার ৬১৫ ফুট (৬৮৯৩ মিটার)।

গৌতম বন্দ্যোপাধ্যায় 

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১০:৪৪
Share:

শুভম চট্টোপাধ্যায় আগ্নেয়গিরি জয়ের পর ভারতের পতাকা হাতে। নিজস্ব চিত্র।

পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি আর্জেন্টিনা-চিলে সীমান্তের ‘ওজোস দেল সালাডো’ জয় করলেন হুগলির হিন্দমোটরের বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। বুধবার তিনি সেখানে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।

নিজেদের বৃত্তে শুভম পরিচিত ‘মাউন্টেনিয়ার রনি’ নামে। এর আগে তিনি রেকর্ড গড়েছেন রাশিয়ার ‘মাউন্ট এলব্রুস’ পর্বত জয় করে।

সূত্রের খবর, ‘ওজোস দেল সালাডো’ আন্দিজ পর্বতের একটি আগ্নেয়গিরি। এটির উচ্চতা ২২ হাজার ৬১৫ ফুট (৬৮৯৩ মিটার)। অত্যন্ত কম অক্সিজেন ও শুষ্ক আবহাওয়ায় টানা ১১ ঘণ্টা পথ অতিক্রম করে বুধবার শুভম আগ্নেয়গিরিটি জয় করেন। ১৯৩৭ সালে পোল্যান্ডের একটি দল প্রথম এই আগ্নেয়গিরিতে সফল আরোহণ করে। গত ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকে তিন জন পর্বতারোহী এই আগ্নেয়গিরিতে উঠেছেন। তাঁরাহলেন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন চিরাগ মুখোপাধ্যায়, ঘাটালের আবির হুদাইত এবং বাগনানের জগদ্বন্ধু মান্না। এর আগে সপ্ত আগ্নেয়গিরি সামিটের অংশ হিসেবে ‘ওজোস দেল সালাডো’ জয় করেছেন ঠাকুরপুকুরের সত্যরূপ সিদ্ধান্ত।

স্প্যানিশ শব্দবন্ধ ‘ওজোস দেল সালাডো’র অর্থ ‘লবণের চোখ’। ওই পাহাড়ের উপরে অবস্থিত ‘ক্রেটার হ্রদ’ ৬৩৯০ মিটার উচ্চতায় রয়েছে। এটি বিশ্বের সব থেকে উচুঁতে অবস্থিত হ্রদ বলে খ্যাত। জানা গিয়েছে, ‘গ্লোবাল ভলক্যানিজ়ম প্রোগ্রাম অব দ্য স্মিথসোনিয়াল ইনস্টিটিউট’-এর তথ্য অনুযায়ী ‘ওজোস দেল সালাডো’র শেষ আগ্নেয় বিস্ফোরণ হয়েছিল প্রায় ১৩০০ বছর আগে। তবে, ১৯৯৩ সালে এই আগ্নেয়গিরি থেকেও অগ্নিকুণ্ডের নির্গমন হয়। পরিমাণের দিক থেকে তা যৎসামান্য বলে দাবি করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন