Body Recovered in Howrah

হাওড়ায় নর্দমায় ভেসে উঠল বৃদ্ধার দেহ, ২ জানুয়ারি থেকে ছিলেন নিখোঁজ

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃতার নাম গঙ্গা দাস। গত ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। কী ভাবে, কখন ওই বৃদ্ধা নর্দমায় পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৪:৩৫
Share:

হাওড়ায় এই নালা থেকে উদ্ধার করা হয়েছে বৃদ্ধার দেহ। — নিজস্ব চিত্র।

নর্দমা থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে শৈলেন মান্না সরণির ঘটনা। সেখানেই একটি নর্দমায় ৭০ বছরের ওই বৃদ্ধার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরা চ্যাটার্জিহাট থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃতার নাম গঙ্গা দাস। গত ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। কী ভাবে, কখন ওই বৃদ্ধা নর্দমায় পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধাকে কেউ ধাক্কা দিয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে এক মেয়ে এবং এক ছেলের সঙ্গে থাকতেন বৃদ্ধা। তাঁর মেয়ে সুজাতা মাইতি জানান, ২ জানুয়ারি সকালে কাজে বেরিয়ে যান তিনি। সে সময় তাঁর মা ঘরে ঘুমিয়ে ছিলেন। বাড়ি ফিরে আর মাকে খুঁজে পাননি তিনি। এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গঙ্গার সন্ধান মেলেনি। এর পরেই থানায় অভিযোগ করেছিলেন সুজাতা। শেষে নর্দমায় একটি দেহ ভেসে থাকতে দেখে তাঁকে খবর দেওয়া হয়। সুজাতা জানিয়েছেন, মৃতদেহের গায়ে সোয়েটার দেখে চিনতে পারেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement