বিজেপি নেতার বাড়িতে হামলা, শিশুকে আছাড় মারায় অভিযুক্ত তৃণমূল

একটা বিবাদ চলাকালীন হট্টগোলের মাঝে বাচ্চাটা আচমকাই পড়ে যাওয়ায় আঘাত লেগেছে। সেখানে ওরা মিথ্যা অজুহাত দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের বদনাম করার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ০৯:৫১
Share:

চিকিৎসাধীন জখম শিশু।

দলে যোগ দিতে না-চাওয়ায় হুগলির দাদপুরের উত্তর বাবনান গ্রামে এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিয়োগ উঠল কিছু তৃণমল নেতা-কর্মীর বিরুদ্ধে। রেয়াত না-করে ওই বিজেপি নেতার দু’বছরের মেয়েকে মায়ের কোল থেকে কেড়ে আছাড় মারা হয় বলেও অভিয়োগ। বৃহস্পতিবার সকালের ঘটনা। শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলা-মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শিশুটির মাথায় চোট রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার মাথার সিটি স্ক্যান করা হবে। বিকেলে জেলা (গ্রামীণ) পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘আমি ওসিকে বলেছি হাসপাতালে কথা বলে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে মামলা শুরু করতে। ওই ঘটনায় যারা জড়িত দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।’’

গৌরচন্দ্র টেরি নামে ওই বিজেপি নেতা এলাকায় দলের বুথ সম্পাদক। ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাকিম এবং স্থানীয় কিছু নেতাকর্মী জড়িত বলে তাঁর অভিযোগ। রাতে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। গৌর বলেন, ‘‘বাড়িতে এসে হুমকি দিয়ে আমাকে আজই তৃণমূলে যোগদান করার কথা বলা হয়। আমি রাজি না-হওয়ায় ওরা বাড়ি ভাঙচুর করে। বাচ্চাকে আছাড় মারে। স্ত্রীকেও হেনস্থা করে।’’

Advertisement

এ দিন হাসপাতালে শিশুটিকে দেখতে যান বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক সুরেশ সাউ-সহ চুঁচুড়ার স্থানীয় নেতা-কর্মীরা। সুরেশ বলেন, ‘‘ওঁরা বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এর একটা বিহিত চাই।’’

পক্ষান্তরে, স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, ‘‘গ্রামে তৃণমূলের এমন অবস্থা হয়নি যে বিজেপি নেতা-কর্মীদের হুমকি দিয়ে দলে নিতে হবে।’’ উপপ্রধান আব্দুলের দাবি, ‘‘একটি শিশুকে মায়ের কোল থেকে কেড়ে মারধরের মানসিকতা নেই। একটা বিবাদ চলাকালীন হট্টগোলের মাঝে বাচ্চাটা আচমকাই পড়ে যাওয়ায় আঘাত লেগেছে। সেখানে ওরা মিথ্যা অজুহাত দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের বদনাম করার চেষ্টা চালাচ্ছে।’’

তৃণমূলের শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ‘‘বিষয়টি আমাদের কানে এসেছে। শুনেছি স্থানীয় একটি স্কুলের জমিতে ট্রা্ক্টর রাখা নিয়ে বিবাদ চলছে গ্রামবাসীদের মধ্যে। এটি একটি পুরনো ঘটনার জের। ওদের (বিজেপির) পক্ষ থেকে আমাদের উপপ্রধান ঘটনায় জড়িত থাকার কথা বলা হচ্ছে। একেবারেই মিথ্যা কথা। তা ছাড়া, একটা বাচ্চা মেয়েকে কেউ মারবে কেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement